কলকাতা: চিরন্তন মনোমুগ্ধকর রূপের জন্য পরিচিত রানি। কালো পোশাকে রানি মুখার্জি (Rani Mukherjee) গ্ল্যামারাস লুকে ঝলমল করছেন। অভিনেত্রীর অনবদ্য স্টাইলে সবার নজর কেড়েছে। স্বল্পবসনা অবতারে ভক্তদের হৃদয়ে ঝড় তুললেও, চল্লিশোর্ধ্ব অভিনেত্রীর গ্ল্যামার যেন ঠিকরে বেরচ্ছে। শাড়িতেও মাঝেমধ্যেই অনন্য অবতারে ধরা দেন বলিউড অভিনেত্রী। এবার ব্ল্যাক বোল্ড কিলার লুকে ধরা দিলেন।
আরও পড়ুন: আসছে ইব্রাহিম আলি খানের প্রথম সিনেমা ‘নাদানিয়া’
অভিনেত্রী সৌন্দর্যের রাণী, আবারও প্রমাণ করলেন কেন তিনি ক্লাসিক গ্ল্যামারে সর্বোচ্চ রাজত্ব করেন। রানিকে একটি আকর্ষণীয় কালো বডিকন ড্রেসে (Black Bodycon Dress) দেখা গেল। কালো বডিকন ডিপকাট পোশাকটি রানির নিখুঁত সিলুয়েটকে আরও উজ্জ্বল করে তুলেছে, যা মিনিমালিজম এবং হাই ফ্যাশনের এক নিখুঁত মিশ্রণ। তার মেকআপ ছিল নিখুঁত, নরম চোখ ছিল ঘন কাজল রেখা, তার দৃষ্টিকে আরও দৃঢ় করেছে। তাকে এক রোমাঞ্চকর, নাটকীয় চেহারা দিয়েছিল এই সাজ। সন্ধ্যার ককটেল, আনুষ্ঠানিক ডিনার, অথবা একটি ক্লাসি নাইট আউটের জন্য আদর্শ এই পোশাক।
View this post on Instagram
অন্য খবর দেখুন