ওয়েব ডেস্ক : ইউক্রেনে (Ukraine) ফের আক্রমণ রাশিয়ার (Russia)। এবার রাজধানী কিয়েভ সহ দক্ষিণের বেশ কয়েকটি শহরে হামলা চালাল রুশ সেনা। এই হামলার জেরে প্রাণ (Death) হারালেন অন্তত ৮ জন। আহতের সংখ্যা বহু। ফলে দুই দেশের মধ্যে আদৌ কি যুদ্ধ বিরতি সম্ভব হবে? তা নিয়ে প্রশ্ন উঠছে।
ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে, একাধিক ড্রোন (Drone) ও মিসাইল (Missile) দিয়ে হামলা চালানো হয়েছে। রাজধানী কিয়েভ সহ দক্ষিণের বেশ কয়েকটি শহরে এই হামলা চালানো হয়। যার জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। আহত অনেকে। তাঁদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি-ঘরের পাশাপাশি সরকারি ভবন ও স্কুল।
আরও খবর : ট্রাম্পের নামে ২০০০ ডলারের চেক! গুজব নাকি সত্যি?
ভয়াবহ এই হামলার কারণে ইউক্রেনের একাধিক জায়গায় আগুন চলতে দেখা যায়। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) বলেছেন, তাদের উপর ৪৩০টি ড্রোন ও ১৮টি ক্ষেপনাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এটি হল কিয়েভে অন্যতম বড় হামলা।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে রাশিয়া ও ইউক্রেন সংঘর্ষ চলছে। অন্যদিকে এই যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে ব্যর্থ হন তিনি। বুদাপেস্টে এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে বৈঠক করার কথা ছিল ট্রাম্পের। কিন্তু পরে তা থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। আর এসবের মাঝে ইউক্রেনে ফের ভয়াবহ হামলা চালাল রাশিয়া।
দেখুন অন্য খবর :







