Friday, January 30, 2026
HomeScrollমুর্শিদাবাদে চাঞ্চল্য, উদ্ধার প্রচুর তাজা বোমা
Murshibad

মুর্শিদাবাদে চাঞ্চল্য, উদ্ধার প্রচুর তাজা বোমা

বোমা গুলি অত্যন্ত শক্তিশালী ও বিস্ফোরক

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে (Murshibad) মাটির নিচে উদ্ধার প্রচুর তাজা সকেট বোমা (Fresh socket bombs। গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ রাতেই আচমকাই অভিযান চালায় ডোমকলের (Domkal) রায়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুপিলা বিশ্বসপাড়া এলাকায়। পুলিশি তল্লাশিতে কাঁঠাল বাগানের জঙ্গলের মাটির নিচ থেকে উদ্ধার করে  তিনটি প্লাস্টিকের কন্টেইনার, যার ভিতরে ছিল প্রায় ৬০ থেকে ৭০টি তাজা সকেট বোমা— বোমা গুলি অত্যন্ত শক্তিশালী ও বিস্ফোরক!

উদ্ধারের পর ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশ ইতিমধ্যেই সেখানে সশস্ত্র নিরাপত্তারক্ষীদের মোতায়েন করেছে, যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো নিরাপদে নিষ্ক্রিয় করতে বোম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (BDDS) এবং সিআইডি-কে জানিয়েছেন তারা শিগগিরই ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আরও পড়ুন- ডোমকল SIR ওয়াররুম পরিদর্শনে জেলা পর্যবেক্ষক ঋতব্রত ব্যানার্জি

এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য, বোমা উদ্ধারে আতঙ্কে সাধারণ মানুষ। পুলিশ ঘটনার গভীরে তদন্ত শুরু করেছে— কারা, কী উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ বোমা লুকিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

দেখুন আরও খবর-

Read More

Latest News