Thursday, October 30, 2025
HomeScrollইটভাটার মাটি কাটায় ভিটেমাটি হারানোর আশঙ্কা, আতঙ্কে শান্তিপুর দাসপাড়া এলাকাবাসী
Nadia

ইটভাটার মাটি কাটায় ভিটেমাটি হারানোর আশঙ্কা, আতঙ্কে শান্তিপুর দাসপাড়া এলাকাবাসী

চরম ভোগান্তিতে প্রায় বেশ কয়েকটি পরিবার

নদিয়া: শান্তিপুর (Shantipur)  পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় চরম ভোগান্তিতে প্রায় ১০ থেকে ১৫টি পরিবার। অভিযোগ, এলাকার ইটভাটার মালিক বেচা ঘোষ জেসিবি দিয়ে সীমানা ঘেঁষে মাটি কাটার পর থেকেই ধস নামতে শুরু করেছে বসতভিটার মাটি। এর ফলে বাড়িঘর ভেঙে পড়ার ভয়ে দিন গুনছেন এলাকাবাসী।

অভিযোগকারীদের দাবি, একাধিকবার জানানো সত্ত্বেও ইটভাটার মালিক সমস্যার সমাধান করেননি, উল্টে নানা রকম হুমকি দিয়েছেন। এমনকি তাঁর ছেলে সিভিক ভলেন্টিয়ার হওয়ায় পুলিশের প্রভাব খাটানোর অভিযোগও তুলেছেন স্থানীয়রা।

আরও পড়ুন: শান্তিপুর পৌরসভার ঐতিহাসিক উদ্যোগ, দোকানের নাম বাংলায় বাধ্যতামূলক

যদিও বেচা ঘোষের বক্তব্য, “এলাকার খাল বহু পুরনো। আমিই বহুবার সাহায্য করেছি, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।” কিন্তু কাউন্সিলর বলরাম ঘোষ জানিয়েছেন, ইটভাটার মালিককে একাধিকবার অনুরোধ করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি, বরং অসম্মান করেছেন।

বর্তমানে আতঙ্কিত পরিবারগুলো শান্তিপুর থানায় এবং পৌরসভায় লিখিত অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এখন প্রশ্ন, কত দ্রুত সমাধান মিলবে তাঁদের এই সমস্যার।

দেখুন আরও খবর: 

Read More

Latest News