Monday, September 8, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScroll'অনেক টাকায় বিক্রি হয়েছে এসএসসির প্রশ্নপত্র', বিস্ফোরক শুভেন্দু
Suvendu Adhikari

‘অনেক টাকায় বিক্রি হয়েছে এসএসসির প্রশ্নপত্র’, বিস্ফোরক শুভেন্দু

শিক্ষক নিয়োগের পরীক্ষা ঘিরে বিতর্ক

কলকাতা: শিক্ষক নিয়োগের (SSC Recruitment Scam) পরীক্ষা ঘিরে ফের নতুন বিতর্ক। অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের তল্লাশি চালিয়েছেন তৃণমূল কর্মীরাই। রবিবার বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এক্স (X) হ্যান্ডলে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করে এই দাবি করেন।

শুভেন্দুর অভিযোগ, সরকারি কর্মী বা পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের বদলে সরাসরি শাসকদলের কর্মীরা প্রার্থীদের শরীর তল্লাশি করেছেন। যা সম্পূর্ণ বেআইনি। তিনি লেখেন, “নিরপেক্ষ পরীক্ষা হওয়ার কথা, অথচ শাসকদল পুরো প্রক্রিয়াকেই নিয়ন্ত্রণ করছে।” শুভেন্দুর শেয়ার করা ছবিতে কয়েকজনকে পরীক্ষার্থীদের ব্যাগ খুঁজতে এবং শরীর তল্লাশি করতে দেখা গিয়েছে বলে দাবি।

আরও পড়ুন: বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢালার হুমকি এই তৃণমূল নেতার, তুমুল বিতর্ক

যদিও এ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজ্য প্রশাসনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, পরীক্ষার নামে ভোটব্যাঙ্ক রক্ষার কৌশল নিয়েছে শাসকদল।

প্রসঙ্গত, ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু হয়েছে রাজ্যে। সুপ্রিম কোর্টের নির্দেশে আগের নিয়োগ বাতিল হওয়ার পর নতুন প্রক্রিয়ায় পরীক্ষা হচ্ছে। তাই পুরো প্রক্রিয়া ঘিরে নজর রয়েছে রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে তৃণমূল কর্মীদের উপস্থিতির অভিযোগ রাজনীতিতে আরও এক দফা উত্তাপ বাড়িয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News