কলকাতা: চন্দ্রকোনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) গাড়িতে হামলায় নিষ্ক্রিয় পুলিশ অভিযোগ। কনভয়ে হামলার ঘটনায় সিবিআই চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ বিরোধী দলনেতা। গত ১০ জানুয়ারি গড়বেতা থানা এলাকা চন্দ্রকোনা মড়ে তাঁকে হত্যার চেষ্টার কনভয় হামলা (Suvendu Adhikari Convoy Attacked) চালানো হয়। অভিযোগ শুভেন্দু অধিকারীর। সেই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের মামলার আবেদন। মঙ্গলবার এ বিষয়ে মামলা দায়ের করতে চেয়ে বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি।
গত শনিবার পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোনা রোডে বিক্ষোভের মুখে পড়ে তাঁর কনভয় (Suvendu Adhikari Convoy Attacked)। বিজেপির কর্মীদের উপর হামলার অভিযোগও তোলেন তৃণমূলের বিরুদ্ধে। তার প্রতিবাদে ওইদিন গভীর রাত পর্যন্ত চন্দ্রকোনা থানায় অবস্থান বিক্ষোভ করেছিলেন শুভেন্দু অধিকারী।এমনকি, তাঁকে হত্যার চেষ্টাও হয়েছিল। কিন্তু ওই ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি। কেউ গ্রেফতারও হননি। এমনকি, নেতার দাবি, তাঁর উপর ‘প্রাণঘাতী হামলা’ চালানো হলেও নাকি খুনের চেষ্টার (১০৯) ধারা দেওয়া হয়নি এফআইআরে। সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হল হাইকোর্টে। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে তিনি সিবিআই তদন্তের দাবি জানান শুভেন্দু অধিকারী। আদালত সূত্রে খবর, মামলার অনুমতিও মিলেছে।
আরও পড়ুন:মেট্রোয় ফের বিভ্রাট! ব্লু লাইনের আংশিক পরিষেবা বন্ধ, কখন চালু পরিষেবা?







