কলকাতা: রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং ভিকি কৌশলের (Vicky Kaushal) নয়া ভিডিও ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে। এতে ধারণা করা হচ্ছে যে সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali) প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর টিজার মুক্তির জন্য প্রস্তুত প্রযোজনা সংস্থা। এর মধ্যেই রণবীরের জন্মদিনে আসছে বড় চমক।
নতুন একটি ভিডিওতে রণবীর কাপুর এবং ভিকি কৌশলকে দেখা গিয়েছে, যা ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে। ভিডিও ক্লিপটি দেখা যায় রণবীর, ভিকি এয়ারপোর্টে, ভক্তরা জিত্জ্ঞাসা করেন কোথায় যাচ্ছেন? উত্তরে রণবীর জানা শুটিংয়ে রণবীর, ভিকি এবং আলিয়া ভাট অভিনীত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম টিজার মুক্তি পেতে পারে ২০২৫ সালের ২৮শে সেপ্টেম্বর, যা রণবীর কাপুরের জন্মদিনের সঙ্গে মিলে যাচ্ছে। টিজারটিতে মূল তিন চরিত্রের প্রথম ঝলক দেখানো হতে পারে এবং এই প্রেমকাহিনির আভাস পাওয়া যেতে পারে, যা পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনশালী। ছবির গল্প এখনও স্পষ্ট নয়, তবে যদি এই জল্পনাগুলো সত্য হয়, তাহলে আসন্ন সেপ্টেম্বরেই অনুরাগীরা পেতে পারেন ২০২৬ সালের ঈদে মুক্তি পাওয়া এই ছবির এক ঝলক।
আরও পড়ুন: ছেলের প্রশ্ন অবাক টলি-কুইন, মেয়ের সঙ্গে প্রথম পুজো কোয়েলের
অন্য খবর দেখুন