Saturday, December 27, 2025
HomeScrollটানা ৭ দিন গড়বেতা স্টেশনে ২ মিনিটের জন্য থামবে এই ট্রেনগুলি
Garbeta station

টানা ৭ দিন গড়বেতা স্টেশনে ২ মিনিটের জন্য থামবে এই ট্রেনগুলি

স্বামী নিগমানন্দ পরমহংস দেবের উপলক্ষে বিশেষ উদ্যোগ ভারতীয় রেলের

ওয়েবডেস্ক- স্বামী নিগমানন্দ পরমহংস দেব (Swami Nigmananda Paramahamsa Dev) এর ১১১তম সর্বভৌম ভক্ত সম্মেলনে উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল (Indian Rail) । ২৫.১২.২০২৫ থেকে ৩১.১২.২০২৫ পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলপথের (South eastern Railway) গড়বেতা স্টেশনে (Garbeta station) পাঁচটি মেইল/এক্সপ্রেস ট্রেনের পরবর্তী দুই মিনিটের থামবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রেল।

গড়বেতা স্টেশনে নিম্নলিখিত ট্রেনগুলির আসা ও যাওয়ার সময় ১৩৪১৮ মালদা টাউন- দিঘা সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা ২৫.১২.২০২৫ তারিখে শুরু হবে (আগমন:১৮.০৩/ডিসেম্বর:১৮.০৫) ১৩৪১৭ দিঘা – মালদা টাউন সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা ২৬.১২.২০২৫ তারিখে শুরু হবে (আগমন:০৩.৪৮/প্রস্থান :০৩.৫০) ১৩৫০৬ আসানসোল – দিঘা সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা ২৮.১২.২০২৫ তারিখে শুরু হবে (আগমন:০৮.১৮/প্রস্থান:০৮.২০) ১৩৫০৫ দিঘা – আসানসোল সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা ২৮.১২.২০২৫ তারিখে শুরু হবে (আগমন:১৮.৩৮/প্রস্থান:১৮.৪০) ১৮৪৪৯ পুরী- পাটনা সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা ২৯.১২.২০২৫ তারিখে শুরু হবে (আগমন:২২.৫৮/প্রস্থান:২৩.০০) ১৮৪৫০ পাটনা – পুরী সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা শুরু ৩১.১২.২০২৫ (আগমন:১৮.০৩/প্রস্থান:১৮.০৫) ১৮৪১৯ পুরী – জয়নগর সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা শুরু ২৫.১২.২০২৫ (আগমন:২২.৫৮/প্রস্থান:২৩.০০) ১৮৪২০ জয়নগর – পুরী সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা শুরু ২৭.১২.২০২৫ (আগমন:১৮.০৩/প্রস্থান:১৮.০৫) ১৫৬৪০ কামাখ্যা – পুরী সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা শুরু ২৮.১২.২০২৫ (আগমন:১৮.০৩/প্রস্থান:১৮.০৫) ১৫৬৩৯ পুরী – কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা শুরু ৩০.১২.২০২৫ (আগমন:২২.৫৮/প্রস্থান:২৩.০০)

আরও পড়ুন-  রাজ্য সভাপতি কি গুরুত্বহীন? বিজেপির অন্দরে সক্রিয় একাধিক চক্রে বাড়ছে বিভ্রান্তি

স্বামী নিগমানন্দ পরমহংস দেব একজন যোগী পুরুষ। যিনি শাক্ত ঐতিহ্য ও সনাতন ধর্মের প্রচারের জন্য পরিচিত। আগে তাঁর নাম ছিল নলিনী চট্টোপাধ্যায়। সন্ন্যাস গ্রহণে পর তিনি ‘পরিব্রাজকচার্য পরমহংস শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী দেব’ নামে পরিচিত ছিলেন। ভক্তরা তাঁকে ঠাকুর বলে ডাকতেন।

দেখুন আরও খবর-

Read More

Latest News