ওয়েবডেস্ক- ‘আমরা মিষ্টমি করি, দুষ্টমি করি না’ আজ মেয়ো রোডে অনুষ্ঠিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা (TMCP) দিবস থেকে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন মমতা বলেন, ‘ইউজিসি গ্যান্ট বন্ধ করে দিয়েছে গবেষকদের কিন্তু আমরা দিই। একইসঙ্গে তিনি বলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করেই গবেষকদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা জানতে সঙ্গে সঙ্গেই চালু করে দিয়েছি।
মনে রাখবেন, সবটা তো আমাদের লোক থাকে না। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষের লোক থাকে। কেউ কেউ দুষ্টমি করে, কেউ কেউ মিষ্টিমি করে। আমরা মিষ্টিমি করি, দুষ্টমি করি না। মমতা বলেন, রাজ্যের উন্নয়ন্তের খতিয়ান তুলে ধরে বলেন, এখনও পর্যন্ত ১ কোটি ৩৮ লক্ষ ছাত্রছাত্রীকে সবুজসাথী প্রকল্পের সুবিধা পায়। ৫৩ লক্ষ পড়ুয়াকে তরুণের স্বপ্ন প্রকল্পে মোবাইল দেওয়া হয়েছে। ৯২ হাজার ছাত্র-ছাত্রী স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধা পাচ্ছে।
আরও পড়ুন- ‘চুপ, মুখে আঙুল দিন তো!’ হঠাৎ রেগে গেলেন মমতা! কেন?
এদিন নিয়োগ জটিলতা ও জয়েন্টের ফলপ্রকাশের দেরি নিয়েও কেন্দ্রকে তুলোধনা তৃণমূল সুপ্রিমোর। তিনি বলেন, যারা পড়ুয়াদের নিয়ে বড় বড় ক্তহা বলে, আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়। ভর্তিতে বাধা দেয়। আমি দুঃখিত যে, জয়েন্ট এন্ট্রাসের ফল প্রকাশে একটু দেরি হওয়ার জন্য। এখানে আমাদের কোনও দোষ নেই। যারা কোর্টে কেস করে, এরা একসঙ্গে কেস করে, আবার এসে আমাদের নামেই নিন্দা করে। এরা দুনম্বরি। রাজনীতিতে লড়াই করো, সেখান না পেয়ে ব্যাক ডোরের লড়াই করো, নিয়োগ আটকাও, ভর্তি আটকাও, আর বড় বড় কথা বলো।
দেখুন ভিডিও –