Thursday, September 4, 2025
HomeScrollসিংহ কেন দুর্গা দেবীর বাহন? জানেন পৌরাণিক গল্প

সিংহ কেন দুর্গা দেবীর বাহন? জানেন পৌরাণিক গল্প

জেনে নিন অজানা কাহিনি...

কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2025) আর মাত্র কয়েকদিন বাকি। দেবীমূর্তিতে সিংহবাহিনী রূপে মা দুর্গাকে দেখে অধিকাংশ জন ধারণা করে এটাই তাঁর বাহন। কিন্তু এই পরিচিত চিত্রের পেছনে রয়েছে গভীর পৌরাণিক ও প্রতীকী কারণ। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেবী দুর্গার বাহন হিসেবে সিংহ কেন বেছে নিয়েছেন, তা নিয়ে কয়েকটি অজানা কাহিনি জানা গেল।

প্রথমত, পুরাণে বলা হয়েছে—দুর্গা দীর্ঘ তপস্যা শেষে মহাদেবকে স্বামীরূপে লাভ করেন। কিন্তু তপস্যার ফলে গা কালচে হয়ে যায়, যাকে ঘিরে শিবস্মরণে তিনি ‘কালী’ নামে সম্বোধিত হন। এতে অভিমানী হয়ে কৈলাস ত্যাগ করেন দুর্গা। এই সময় এক ক্ষুধার্ত সিংহ তাঁকে শিকার মনে করে এগিয়ে আসে। আর দেবী তাঁর ধ্যানভঙ্গ না করে শান্তভাবে অপেক্ষা করায়, এই সিংহকে তিনি বাহন হিসাবে গ্রহণ করেন।

আরও পড়ুন: বাবুদের ঠাকুরদালান থেকে সর্বজনীন মণ্ডপে, জানেন দুর্গাপুজোর এই দীর্ঘ ইতিহাস

তবে অন্য একটি সূত্রে বলা হয়—শ্রী শ্রী চণ্ডী অনুযায়ী, অসুরবধের সময় দেবীর সাজসজ্জা করার সময় হিমালয়বরাজ গিরিরাজ ব্রহ্মার কাছে দান করেন সিংহকে। সাহস, শক্তি ও রাজকীয়তার প্রতীক হিসেবে এই সিংহ দেবীর বাহন হয়ে ওঠে।

কিছু অঞ্চলে ‘শার্দুল বাহিনী’ নামেও পরিচিত—এক্ষেত্রে বাহন হিসেবে ব্যবহৃত হয় বাঘ (টায়গার)। যদিও বাঘ আর সিংহ দুটির শক্তি ও সাহস প্রায় সমমানের, তবুও টানটান উত্তেজনাপূর্ণ স্থানীয় তন্ত্রমত বা সংস্কৃতিতে এটি বিশেষভাবে চিহ্নিত।

আপাতদৃষ্টিতে অস্বাভাবিক শোনালেও, কিছু তান্ত্রিক বা লোকবিশ্বাসে এমন ধারণা পায়—অসুরও কখনো দেবীর বাহন হতে পারে। এতে মূলত প্রতীকী ইঙ্গিত—দেবীর শক্তি এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি তার শত্রুকেও নিয়ন্ত্রণ করতে পারেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News