Sunday, August 3, 2025
HomeScrollসিজারিয়ানের পর মহিলার পেটে তুলোর বান্ডিল! অভিযুক্ত মহিলা চিকিৎসক
Meerut Medical outage

সিজারিয়ানের পর মহিলার পেটে তুলোর বান্ডিল! অভিযুক্ত মহিলা চিকিৎসক

প্রসবের পরেও পেটে যন্ত্রণা, আলসারের শিকার হয়ে পরে ফের অস্ত্রোপচার

Follow Us :

ওয়েবডেস্ক: যত কাণ্ড কি উত্তরপ্রদেশের (Uttarpradesh) মিরাটে (Meerut) ? সৌরভ রাজপুত (Saurabh Rajput) মামলায় তোলপাড় গোটা দেশ। তার মধ্যেই এক মিরাটের এক হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে মারাত্মক গাফিলতির অভিযোগ উঠল।

২০১৮’র একটি ঘটনায় চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে আদালতের শরণাপন্ন হয়েছেন ভুক্তভোগী এক মহিলা। তার অভিযোগ, সিজার (C-section) করার সময় পেটে তুলোর বান্ডিল ( Cotton Bundle) রেখে দিয়ে চলে যান চিকিৎসক। অভিযুক্ত একজন মহিলা চিকিৎসক। চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের হয়েছে টিপি নগর থানায় (Tp Nagar thana)।

সহকারি প্রধান ম্যাজিস্ট্রেট প্রাচী আগরওয়াল ভুক্তভোগী রজনী শর্মার (Assistant Chief Magistrate Prachi Aggarwal) দায়ের করা অভিযোগের ভিত্তিতে আদালতের আদেশ জারি করেছেন।

কেন এতদিন পর অভিযোগ?

রাজনী শর্মা (Rajni Sharma) জানিয়েছেন সিরোহি নার্সিং হোমে ২০১৮ সালে সিজারিয়ানের মাধ্যমে এক কন্যা সন্তানের জন্ম দেন। চিকিৎসক ছিলেন ডাঃ শিখা জৈন (Dr. Shikha Jain) । তার পর থেকেই তার পেটে ব্যথা হত।

আরও পড়ুন: বিমানের শৌচাগারে বিড়ি খেতে গিয়ে ধরা পড়ল যুবক, নামিয়ে দেওয়া হল যাত্রীকে

বার বার সেই যন্ত্রণা ভুগতে থাকেন তিনি। পরে তার শরীরের অবনতি হয়। আলসার ধরা পড়ে। তার অবস্থার অবনতি হওয়ায়, একটি মেডিকেল কলেজে তার অস্ত্রোপচার করা হয়, যেখানে দুটি পদ্ধতি সম্পন্ন করা হয়। রজনীর অভিযোগ, ওই মহিলার চিকিৎসকের কারণেই এই অবস্থা হয়েছে তার।

পুলিশ আধিকারিক সুবোধ কুমার সাক্সেনা জানিয়েছেন, রজনী শর্মার আরও অভিযোগ চিকিৎসকের জৈনের অবহেলার কারণে এই মারাত্মক পেট ব্যথার শিকার হন তিনি।

অভিযোগকারী দাবি করেছেন যে প্রধান চিকিৎসক কর্মকর্তা (সিএমও) সহ কর্তৃপক্ষের কাছ থেকে কোনও সাড়া না পেয়ে আদালতের দ্বারস্থ হন।

স্টেশন হাউস অফিসার (এসএইচও) সুবোধ কুমার সাক্সেনা জানিয়েছেন, রজনী শর্মার অভিযোগের ভিত্তিতে সহকারি প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট প্রাচী আগরওয়াল মামলাটি নথিভুক্ত করার আদেশ দেন। শুক্রবার মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এদিকে চিকিৎসক জৈন সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, সব মিথ্যা কথা। বদনাম নিয়ে টাকা আদায় করতে চাইছে।

মিরাটের প্রধান চিকিৎসক কর্মকর্তা ডাঃ অশোক কাটারিয়া জানিয়েছেন, রজনী শর্মা দায়ের করা কোনও অভিযোগের ব্যাপারে তাঁকে কিছু জানানো হয়নি।

দেখুন অন্য খবর:

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39