Tuesday, August 26, 2025
HomeScrollউমরান ছিটকে যাওয়ায় কতটা ক্ষতিগ্রস্ত KKR?

উমরান ছিটকে যাওয়ায় কতটা ক্ষতিগ্রস্ত KKR?

কলকাতা: তাঁর কাছ থেকে গতির ঝড় পেতে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু সেই উমরান মালিক (Umran Malik) চোটের কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন। তাঁর জায়গায় দলে নেওয়া হল বাঁ-হাতি পেসার চেতন সাকারিয়াকে (Chetan Sakaria)। তিনি কিন্তু কোনওভাবেই এক্সপ্রেস গতির বোলার নন।

২০২৪ আইপিএলের পরে একটাও প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলেননি মালিক। আগের মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) হয়ে খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। দলীপ ট্রফিতে খেলার কথা ছিল কিন্তু ডেঙ্গিতে আক্রান্ত হওয়ায় সেখানেও অংশগ্রহণ করতে পারেননি। এরপর আবার নিতম্বের হাড় ভেঙে যায় তাঁর। কেকেআর ম্যানেজমেন্ট আশা করেছিল, ঠিক সময়ে সুস্থ হয়ে উঠবেন মালিক, কিন্তু তা হয়নি।

আরও পড়ুন: লিভারপুলকে ধরাশায়ী করে লিগ কাপ জিতল নিউকাসল

ফাস্ট বোলারের ছিটকে যাওয়া কিন্তু কেকেআর-এর চিন্তা বাড়াবে। কারণ খাঁটি ফাস্ট বোলার বিভাগে আনরিখ নর্খিয়া ছাড়া ছিলেন শুধু মালিকই। তিনি খেললে অন্য পোজিশনে বিদেশি খেলানো যেত। এবার নর্খিয়া একা রইলেন, তাঁর চোট লাগলে বিপদে পড়বে নাইট শিবির।

 

অজিঙ্ক্য রাহানের (Ajinkya Rahane) কাছে বিদেশি পেসার হিসেবে রয়েছেন স্পেনসার জনসন। বাঁ-হাতি জনসনের বিকল্প হিসেবে যেমন সাকারিয়াকে খেলানো যেতে পারে। সাকারিয়া গত মরসুমেও কেকেআর-এর স্কোয়াডে ছিলেন।

প্রসঙ্গত, ২২ মার্চ ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে খেলবে নাইটরা। গত মরসুমে চ্যাম্পিয়ন হওয়ায় এবার উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল আয়োজিত হবে ইডেনে। একটা কোয়ালিফায়ার ম্যাচও পেয়েছে কলকাতার ঐতিহ্যশালী স্টেডিয়াম।

দেখুন অন্য খবর:

Read More

Latest News