Placeholder canvas

Placeholder canvas
Homeদেশকেরলে হানা নিপা ভাইরাসের, মৃত্যু ১২ বছরের কিশোরের

কেরলে হানা নিপা ভাইরাসের, মৃত্যু ১২ বছরের কিশোরের

Follow Us :

তিরুঅনন্তপুরম: করোনা দ্বিতীয় ঢেউয়ে কার্যত কাবু কেরল। দেশের অন্যান্য রাজ্যে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও দক্ষিণের রাজ্য কেরলের পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। করোনা আতঙ্কের মধ্যে এ বার কেরলে হানা দিল নিপা ভাইরাস। কোঝিকোডের একটি হাসপাতালে নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার ভোর ৫টা নাগাদ তার মৃত্যু হয়।

মৃত কিশোর চলতি সপ্তাহের শুরুতে হাসপাতালে ভর্তি হয়। তার নমুনা আলাপুজার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির ল্যাবে পাঠানো হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, মৃতের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের কারও মধ্যে কোনও উপসর্গ না থাকলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিপা সংক্রমণের হদিশ মেলার পর শনিবার গভীর রাতে কেরল সরকার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছে।

হু’-এর রিপোর্ট অনুসারে, প্রধানত বাদুর জাতীয় পশু থেকেই নিপা ভাইরাস ছড়ায়। অতি সহজেই বাদুর জাতীয় তৃণভোজী প্রাণীর থেকে মানুষের দেহে প্রবেশ করে এই ভাইরাস। শুধুমাত্র বাদুর নয়, নিপা শূকরের বর্জ্য  থেকেও ছড়ায়। কোনও ভ্যাকসিন বা ওষুধ না হওয়ার কারণে নিপা ভাইরাসকে বেশি মারাত্মক বলা হয়। নিপাহ ভাইরাসে মৃত্যুর হার অনেক বেশি। ১৯৯৮ সালে মালয়েশিয়ার নিপাতে প্রথম এই ভাইরাসের প্রকোপ দেখা দেয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments