Saturday, January 17, 2026
HomeJust Inদমদমে উদ্ধার ভালুক?

দমদমে উদ্ধার ভালুক?

কলকাতা: দমদমে ভালুক (Bear) উদ্ধার (Recovered)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। তাতে বাংলাদেশ (Bangladesh) যোগও রয়েছে। বারাসতের রথতলা রেঞ্জ অফিসে ভালুকটিকে নিয়ে যাওয়া হচ্ছে। ঘোজাডাঙা বর্ডার থেকে পাচার হয়ে ভারতে আনা হয় ভালুকটিকে। তাকে পশ্চিম ভারতে পাচার করার পরিকল্পনা ছিল। দমদম থানা (Dumdum PS) এলাকায় ওই ভালুকটি উদ্ধার হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার বন দফতর দুজনকে গ্রেফতার (Arrest) করেছে।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

Read More

Latest News