Saturday, August 23, 2025
HomeScrollবাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিধানসভায় কী হল? জেনে নিন

বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিধানসভায় কী হল? জেনে নিন

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার (Assembly) বাজেট অধিবেশনের (Budget Session) দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় শোকপ্রস্তাবের মাধ্যমে। সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন বিধানসভা সদস্যরা। পাশাপাশি, প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ-সহ অন্যান্য বিশিষ্টজনেদের স্মৃতিতেও শোকপ্রস্তাব পাঠ করা হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই শোকপ্রস্তাব পাঠ করেন। তারপর অধিবেশন সারা দিনের জন্য মুলতুবি রাখা হয়।

গতকাল অর্থাৎ, সোমবার রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসের ভাষণের মধ্য দিয়ে বাজেট অধিবেশনের সূচনা হয়েছিল। এবার মঙ্গলবারের অধিবেশন শোকজ্ঞাপনের পরেই মুলতুবি হয়ে গেল। তবে আগামীকাল অর্থাৎ, বুধবার বাজেট অধিবেশনের গুরুত্বপূর্ণ দিন। এদিন বিধানসভা কক্ষে পেশ হবে রাজ্যের বাজেট (West Bengal Budget 2025)।

আরও পড়ুন: চিকিৎসকদের অভাব অভিযোগ শুনবেন এবার মুখ্যমন্ত্রী! বসতে চলেছেন বৈঠকে

বুধবার রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বিধানসভায় বাজেট পেশ করবেন। বিকেলেই এই গুরুত্বপূর্ণ অধিবেশন বসবে, যেখানে আগামী অর্থবর্ষের রাজ্য সরকারের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। বাজেট পেশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কক্ষে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠকে মন্ত্রিসভার অনুমোদন পাবে রাজ্য সরকারের বাজেট প্রস্তাব।

এবারের বাজেট অধিবেশন নানা কারণে তাৎপর্যপূর্ণ। চলতি আর্থিক পরিস্থিতির প্রেক্ষিতে কীভাবে রাজ্য সরকার নতুন আর্থিক নীতি সাজাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে। পাশাপাশি, আগামী লোকসভা নির্বাচনের আগে সরকারের জনমুখী প্রকল্পগুলোর জন্য কী বরাদ্দ রাখা হবে, সে দিকেও নজর থাকবে বিশেষজ্ঞদের। তাই এখন রাজ্য বাজেটকে ঘিরে রাজনৈতিক মহল ও সাধারণ নাগরিকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। এবার কী থাকছে বাজেটে, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাজ্যবাসী।

দেখুন আরও খবর: 

Read More

Latest News