হুগলি: শনিবার মালদহ থেকে যে ‘আসল পরিবর্তন’-এর ডাক দিয়েছিলেন, শনিবার সিঙ্গুরেও সেই বার্তাই দিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। একটা সময় যে সিঙ্গুরে (Singur) টাটা ন্যানো কারখানের বিরোধিতা করেছিল বিজেপি (BJP), আজ সেখানেই এসে উন্নতির প্রতিশ্রুতি দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে এদিনের সভা থেকে মোদি জানালেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় ‘এক জেলা, এক পণ্য’ প্রকল্প চালু করা হবে।
গতকালকের মতোই রবিবারও মোদির ভাষণে রাজ্যে ‘বিকাশ’-এর প্রতিশ্রুতি নিয়ে অনেকটা সময় বরাদ্দ ছিল। এদিন বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “বিজেপি বিকাশ এবং ঐতিহ্য উভয়কেই গুরুত্ব দেয়। এই দুইয়ের মডেলেই বিজেপি পশ্চিমবঙ্গের বিকাশে গতি দেবে।” একবার নয়, একাধিকবার সে কথাই বলতে শোনা গেল প্রধানমন্ত্রীকে। বক্তব্যের শেষদিকেও তিনি বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপি এলে এই পরিস্থিতি বদলাবে।”
আরও পড়ুন: সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
তবে এদিন বাংলা ও বাঙালি অস্মিতায় আরও বেশি করে শান দিতে শোনা গেল নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে অনেক বড় বড় নদী রয়েছে। বিশাল উপকূলরেখা রয়েছে। উর্বর জমি রয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। এখানকার সাধারণ মানুষদের বুদ্ধি, প্রতিভা, সামর্থ্য রয়েছে।” এর পরেই প্রতিশ্রুতির ঝুলি খুলে তিনি বলেন, “বিজেপি প্রত্যেক জেলার হিসাবে পরিকল্পনা তৈরি করবে। এর ফলে সংশ্লিষ্ট জেলার মানুষেরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।”
তার পরেই ‘এক জেলা, এক পণ্য’ মডেলের কথা উল্লেখ করে মোদি বলেন, “যেমন এই জেলায় ধনিয়াখালি শাড়ি আছে, এখানে পাট আছে, হস্তশিল্পের সঙ্গে জড়িত অন্য সামগ্রী রয়েছে। বিজেপির ‘এক জেলা, এক পণ্য’ প্রকল্পের আওতায় প্রত্যেক জেলার এমন পণ্যে উৎসাহ দেবে। বিজেপি সরকার এলেই প্লাস্টিকের বিরুদ্ধে কড়়া নীতি গৃহীত হবে। পাট শিল্পকে আরও উৎসাহিত করা হবে।”
দেখুন আরও খবর:







