Friday, November 21, 2025
Homeচতুর্থ স্তম্ভপলাতক কিন্ত ‘চোর’ নই, ভারতে ফেরার শর্ত দিলেন বিজয় মালিয়া

পলাতক কিন্ত ‘চোর’ নই, ভারতে ফেরার শর্ত দিলেন বিজয় মালিয়া

ওয়েবডেস্ক- তার বিরুদ্ধে ‘পলাতক’ সেই সঙ্গে জুটেছে ‘চোরের তকমা’! তিনি বিজয় মালিয়া (Vijay Mallya) ।  যার নামে ব্যাঙ্ক প্রতারণার  বড়সড় অভিযোগ রয়েছে। ঋণ খেলাপি (Debt default) নামেই পরিচিতি বিজয় মালিয়া। তার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ঋণ প্রতারণার অভিযোগ রয়েছে। একাধিক ব্যাঙ্কের সঙ্গে প্রতারণার অভিযোগ। দেশ থেকে পালিয়ে ব্রিটেনে বহাল তবিয়তেই আছেই এই পলাতক ব্যবয়ায়ী বিজয় মালিয়া। ২০১৬ সালেই ভারত ছেড়ে ব্রিটেনে চলে যান তিনি। এখন সেখানে দিব্যি আছেন।

সেখানে যে শুধু তিনি বহাল তবিয়তে আছেন তা নয়, পডকাস্টে সাক্ষাৎকারও দিলেন তিনি। দেশীয় উদ্যোগপতি রাজ শামানির পডকাস্টে এসে সাক্ষাৎকারও দিয়েছেন মালিয়া। আর সেখানেই তিনি দাবি করেছেন, দেশে ছেড়েছেন ঠিকই, কিন্তু তিনি চোর নন। তাকে চোর বলা যাবে না।

আরও পড়ুন- অপারেশন সিঁদুরের পর জম্মু কাশ্মীরে প্রথম নরেন্দ্র মোদি, দেখুন সরাসরি

পডকাস্টে মালিয়া দাবি করেছেন, ২০১৬ সালে দেশ ছাড়েন তিনি, তবে পালিয়ে যাননি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তিনি দেশ ছেড়ে বিদেশে গিয়েছিলেন। কিন্তু তার পর আর ফেরা হয়নি। সেটার একটা বৈধ কারণও আছে। পলাতক এই শিল্পপতির পাল্টা প্রশ্ন পলাতক বলতে চান সেটা বলতে পারেন। কিন্তু চুরি ব্যাপারটা কোথা থেকে আসছে? চোর শব্দটা আমাকে নিয়ে উচ্চারণ করবেন না।

কে এই বিজয় মালিয়া

বিজয় মালিয়া একজন শিল্পপতি, কিংফিশার এয়ারলাইন্সের কর্ণধার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহ একাধিক ব্যাঙ্ক থকে ৯ হাজার কোটি টাকার ঋণ খেলাপি। এর পর ব্রিটেনে গায়েব। ভারত সরকার ইতিমধ্যেই তাঁকে দেশে প্রত্যার্পণের আইনি প্রক্রিয়া শুরু করেছে। আইনি জটিলতায় তাকে দেশে ফেরানো যায়নি। আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটের কারণে ২০০৮ সালে কিংফিশার বিমান সংস্থার বেহাল দশা হয়। সেই কারণে ঋণ মেটানো সম্ভব হয়নি, সেটাকে চুরি বলা যায় না।

দেখুন ভিডিও-

Read More

Latest News