ওয়েবডেস্ক- আজ জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) চেনাব সেতু (Chenab Rail Bridge) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narndra Modi)। পহেলগাম (Pahalgam) হামলার পরে এই প্রথম জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রী। পহেলগাম হামলার আগেই বিশ্বের সর্বোচ্চ এই রেল সেতু উদ্বোধনের কথা ছিল, কিন্তু কোনও অজানা কারণে সেটি ভেস্তে যায়, বাতিল হয়ে যায় প্রধানমন্ত্রীর সফর। তার পরেই ২২ এপ্রিল পহেলগাম কাণ্ড ঘটে। পিছিয়ে যায় চেনাব সেতুর উদ্বোধন।
আজ সেই বহু প্রতীক্ষিত চেনাব সেতুর উদ্বোধন হতে চলেছে। যা কাশ্মীরের মানুষে কাছে এক অপার প্রাপ্তি। চেনাব সেতু গোটা বিশ্বের কাছে একটি বিস্ময়।
প্রধানমন্ত্রীর এই সফর যে শুধু রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ এমনটা নয়, রেলের দিক দিয়েও একাধিক সেতুর উদ্বোধন ও শিলান্যাস এক নয়া অধ্যায়ের সূচনা করবেন।
আরও পড়ুন- পরিবেশ দিবসে কেন ‘সিঁদুর’ গাছই রোপণ করলেন প্রধানমন্ত্রী মোদি?
চেনাম সেতু সর্বোচ্চ রেলওয়ে খিলান সেতু। এটি নদীর তলদেশ থেকে থেকে ৩৫৯ মিটার উচ্চতায় অবস্থিত একটি প্রকৌশল বিস্ময়। রিয়াসি জেলার কৌরি অঞ্চলে চেনাব নদীর উপর নির্মিত এই সেতুটি নদীর তলদেশ থেকে ১১৭৭ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত। এতে ৯৩টি ডেক অংশ রয়েছে এবং এটি উধমপুর থেকে বারামুল্লা পর্যন্ত ২৭২ কিলোমিটার দীর্ঘ রেলপথের একটি অংশ। সেতুটি ১৩১৫ মিটার লম্বা, যা এটিকে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে পরিণত করেছে, যা ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার উঁচু। এটি ২৬৬ কিলোমিটার/ঘণ্টা পর্যন্ত উচ্চ বাতাসের গতি সহ্য করারা ক্ষমতা রাখে। সর্বোচ্চ তীব্রতা ভূমিকম্প স্কেল পাঁচ পর্যন্ত সহ্য করার ক্ষমতা রাখে। সেতুটি উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ (ইউএসবিআরএল) প্রকল্পের অংশ।
পাশাপাশি আজ কাটরা ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এই উচ্চগতি সম্পন্ন ট্রেনে কাটরা থেকে শ্রীনগর যেতে ২ থেকে তিনঘণ্টা সময় কমে যেতে পারে। সেইসঙ্গে আজ অঞ্জি খাদ সেতুরও উদ্বোধন করবেন, যা দেশের প্রথম কেবল স্টাড রেল সেতু।
একই সঙ্গে ২৭২ কিলোমিটার দীর্ঘ উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগেরও সূচনা হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। এই প্রকল্পের অধীনে ৩৬টি টানেল (মোট ১১৯ কিমি) এবং ৯৪৩টি সেতু রয়েছে। রেলের এই উদ্যোগগুলি যে কোনও পরিস্থিতিতে কাশ্মীরকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করবে। ‘শেষ মাইল’ পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এই প্রকল্পের রূপরেখা তৈরি করে মোদি সরকার।
আজ সীমান্ত এলাকায় বেশ কয়েকটি সড়ক ও প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। রিয়াসি জেলায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সেলেন্সেরও শিলান্যাস হবে। স্বাস্থ্য পরিষেবা এক নয়া অধ্যায়ের সূচনা হবে।
দেখুন ভিডিও-