Tuesday, July 8, 2025
HomeScrollপরিবেশ দিবসে কেন ‘সিঁদুর’ গাছই রোপণ করলেন প্রধানমন্ত্রী মোদি?
PM Narendra Modi

পরিবেশ দিবসে কেন ‘সিঁদুর’ গাছই রোপণ করলেন প্রধানমন্ত্রী মোদি?

এই গাছ নারীদের বীরত্ব এবং আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবে: নরেন্দ্র মোদি

Follow Us :

ওয়েব ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবসের (World Environment Day) সকালে সিঁদুর গাছ রোপণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবনে বৃক্ষরোপণ (Tree Plantation) করেন তিনি। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী যে সিঁদুর গাছটি (Sindoor Plant) রোপণ করেছেন, সেটি তাঁর হাতে তুলে দিয়েছিলেন গুজরাতের কচ্ছ জেলার সেইসব সাহসিনী মহিলারা, যাঁরা ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে বীরত্বের পরিচয় দিয়েছিলেন।

এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “১৯৭১ সালের যুদ্ধে সাহস ও বীরত্বের এক অনন্য উদাহরণ স্থাপন করেছিলেন কচ্ছের মা ও বোনেরা। সম্প্রতি গুজরাট সফরের সময় তাঁরা আমাকে একটি সিঁদুর গাছ উপহার দিয়েছিলেন। আজ বিশ্ব পরিবেশ দিবসে সেই গাছটিই দিল্লিতে আমার বাসভবনে রোপণ করার সৌভাগ্য হল। এই গাছ নারীদের বীরত্ব এবং আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবে।”

আরও পড়ুন: প্রেমিককে সঙ্গে নিয়ে মেয়ের সঙ্গে পৈশাচিক কাণ্ড বিজেপি নেত্রীর

সোশ্যাল মিডিয়ায় মোদির এই উদ্যোগকে ঘিরে প্রশংসার পাশাপাশি আলোচনাও শুরু হয়েছে। বিশেষ করে এই বার্তাটি এসেছে এমন এক সময়ে, যখন ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) ঘিরে দেশজুড়ে আলোচনা চলছে। ভারতের এই সেনা অভিযানের পর গুজরাত সরকার জানিয়েছে, ভারত-পাক সীমান্ত সংলগ্ন কচ্ছ জেলায় গড়ে তোলা হবে এক স্মৃতিউদ্যান— ‘সিঁদুর বন’। নারীশক্তি এবং দেশের প্রতি তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে তৈরি হবে এই বন।

যদিও বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, এই পুরো উদ্যোগকে রাজনৈতিক অস্ত্র বানিয়ে ভোটের বাজারে ব্যবহার করছে বিজেপি। ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যকে প্রচারের হাতিয়ার বানিয়ে জাতীয়তাবাদ উস্কে দেওয়া হচ্ছে বলেই দাবি বিরোধীদের।

দেখুন আরও খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39