Sunday, August 31, 2025
HomeScrollবাংলায় নতুন সভাপতি কে? কী বললেন অমিত শাহ?

বাংলায় নতুন সভাপতি কে? কী বললেন অমিত শাহ?

ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সভা হয়ে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তবে বিজেপির বাংলায় পরবর্তী রাজ্য সভাপতির নাম সামনে এল না। অনেকেই আশা করেছিলেন পরবর্তী বিধানসভা ভোটের লক্ষ্যে রবিবার পথ দেখাবেন শাহ। আগামী বিধানসভা ভোটে রাজ্যে বিজেপি (BJP) সেনাপতির নাম প্রকাশ্যে আসবে। অন্তত এমন কোনও ইঙ্গিত দেবেন শাহ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বেঁধে দেওয়া সুরেই তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন অমিত শাহ। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি (Corruption), স্বজনপোষণ, এমনকী অনুপ্রবেশ প্রশ্নেও অভিযোগ তুলেছেন। তবে আগামী বিধানসভা ভোটে রাজ্যে বিজেপি কার নেতৃত্বে লড়বে সেই বিষয়ে কিছু শোনা গেল না তাঁর বক্তব্যে। ফলে দিশাহীন রাজ্যের বিজেপি কর্মীরা। যার জেরে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বঙ্গ বিজেপিতে কি রাজ্য সভাপতির নাম চূড়ান্ত করতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব?

বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় বিজেপির এক পদ নিয়ম মেনে তাঁর সরে যাওয়া সময়ের অপেক্ষা। নরেন্দ্র মোদির তৃতীয়বারের সরকার গঠনের পর থেকেই যা নিয়ে চর্চা হচ্ছে। শোনা যাচ্ছিল ফের দিলীপ ঘোষে ভরসা করতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু মোদির ও শাহের সভায় ডাক পাননি দিলীপ। দলের সঙ্গেই তাঁর দূরত্ব বেড়েছে। প্রধানমন্ত্রী বলে গিয়েছেন, বিজেপি কর্মীদের আগামী বিধানসভা ভোটের জন্য এখন থেকেই কোমর বেঁধে নামতে। অথচ নৌকার কাণ্ডারী কে হবেন তার ঠিক নেই। ফলে বিজেপির ছন্নছাড়া দশাই প্রকট বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

আরও পড়ুন: ধসে বিধ্বস্ত উত্তর-পূর্ব ভারত, মৃত্যু ৩০ জনের

এদিকে এদিন অমিত শাহের সভা থেকে পাল্টা মারের কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শেষমেষ নতুন কাউকে বাছতে না পেরে সুকান্তর নেতৃত্বেই বিধানসভা ভোটে লড়বে বিজেপি?

দেখুন অন্য খবর: 

Read More

Latest News