Thursday, October 2, 2025
spot_img
HomeScrollএখনই অবসর নিচ্ছি না, খোলসা করে দিলেন রোহিত

এখনই অবসর নিচ্ছি না, খোলসা করে দিলেন রোহিত

ওয়েব ডেস্ক: ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) জয়ের ‘হ্যাংওভার’ এখনও কাটেনি। ১২ বছর পর এই ট্রফি জিতেছে মেন ইন ব্লু (Men In Blue), ফলে উচ্ছ্বাস বাঁধনছাড়া হওয়া স্বাভাবিক। একটা সময় আইসিসি ট্রফির জন্য হা-হুতাশ করতে হয়েছিল, এখন ন’ মাসের ব্যবধানে দুটো ট্রফি এল। সবমিলিয়ে উৎসবের পরিবেশ এবং সেই আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

রবিবার ফাইনালে নিউজিল্যান্ডকে হারানোর পর সাংবাদিক বৈঠকে আসেন রোহিত। যাবতীয় প্রশ্নোত্তরের পর যখন চেয়ার ছেড়ে উঠবেন, সে সময় নিজে থেকেই একট জরুরি ঘোষণা দিলেন। অধিনায়ক বলেন, “আর একটা কথা। আমি এই ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছি না। এ নিয়ে যেন আগামীতে কোনও গুজব না ছড়ায় তাই আগে থেকেই নিশ্চিত করে দিলাম।”

আরও পড়ুন: ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালের ড্র, সুবিধা লিভারপুলের

 

রোহিত এবং বিরাট কোহলির (Virat Kohli) অবসর নিয়ে অনেকদিন ধরেই নানারকম গুজব, জল্পনা ছড়িয়েছে। কোহলি ফর্মে ফিরে যাওয়ায় তাঁকে নিয়ে কথা বন্ধ হয়েছে। কিন্তু সেই বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) থেকে রোহিতের ফর্ম, ফিটনেস এবং মেয়াদ নিয়ে আলোচনা হয়েছে। তবে ফাইনালের পর নিন্দুকদের মুখ বন্ধ।

ফর্মে ফিরতে সবথেকে বড় মঞ্চটাই বেছে নিয়েছেন হিটম্যান। নিউজিল্যান্ডের দেওয়া ২৫২ রানের লক্ষ্যমাত্রা কখনওই সহজ ছিল না। রোহিতের ৮৩ বলে ৭৬ ইনিংস অনেকটা চাপ মুক্ত করে দেয়। এদিন অবশ্য শতরান করে মাঠ ছাড়া উচিত ছিল অধিনায়কের। কিউয়ি স্পিনাররা রান ওঠার গতি কমিয়ে দিতেই অধৈর্য হয়ে মারতে গিয়ে আউট হলেন।

দেখুন অন্য খবর:

Read More

Latest News