Friday, August 22, 2025
Homeবিনোদন'মুন্নাভাই' এর সঙ্গে জুটি বেঁধে অ্যাকশান ছবি করবেন সলমন, প্রকাশ্যে ছবির নাম

‘মুন্নাভাই’ এর সঙ্গে জুটি বেঁধে অ্যাকশান ছবি করবেন সলমন, প্রকাশ্যে ছবির নাম

ওয়েব ডেস্ক: কিছুদিন আগে সলমন চলতি গুঞ্জন এর ওপর সিলমোহর দিয়ে বলেছিলেন পরিচালক অ্যাটলি(Atlee Kumar) একটি বিশাল বাজেটের অ্যাকশন ফিল্ম(Action Movie) লিখেছেন। কিন্তু বাজেট সমস্যা থাকায় ছবিটি আপাতত স্থগিত রয়েছে। তবে এখনো স্থির হয়নি এই ছবিতে রজনীকান্ত স্যার নাকি কমল হাসান স্যার থাকবেন’!
৫৯ বছর বয়সেও কঠিন একশন দৃশ্য করা নিয়ে কথা বলার পর সে সময় সলমন ঘোষণা করেছিলেন ‘সিকন্দার’ এর পর আরো বড় অ্যাকশন ছবি করছি। এই অ্যাকশন হবে আরও বেশি আগ্রাসী এবং বাস্তবধর্মী। এই ছবিতেই ইন্ডাস্ট্রির বড় ভাই সঞ্জয় দত্তের(Sanjay Dutt) সঙ্গে আমি কাজ করছি।’
২৫ বছর পর বড় পর্দায় সলমন-সঞ্জয় জুটিকে দেখা যাবে। প্রকাশ্যে এসেছে ছবির নাম। প্রসঙ্গত, ১৯৯১ সালে এবং ২০০০ সালে যথাক্রমে ‘সাজন’ এবং ‘চল মেরে ভাই’ ছবিতে একসঙ্গে তাদেরকে দেখা গিয়েছিল।

আরও পড়ুন:কি কারনে অ্যাক্টিভিস্টরা সলমন খানের ‘সিকন্দার’ বয়কটের দাবি তুলল! কতটা ঠিক!

পুরনো এই দুটি নতুন ছবিটি হতে চলেছে অ্যাকশন প্যাকড মুভি(Action Packed Movie)। যেটি প্রযোজ্য না করবে এসকেএফ। ছবিটি পরিচালনা করতে চলেছেন কৃশ অহির(Krrish Ahir)

। এটি তার প্রথম পরিচালিত ছবি হতে চলেছে। ছবির নাম রাখা হয়েছে ‘গঙ্গা রাম'(Ganga Ram)। এমনকি ছবির শুটিংয়ের দিনক্ষণও জানানো হয়েছে। আগামী জুন জুলাই মাস থেকে শুরু হবে এই ছবির শুটিং।
শুধু সঞ্জয় দত্তর সঙ্গে জুটি বাঁধছেন তাই নয় কিছুদিনের মধ্যে সুরাজ বজ্জাতিয়ার সঙ্গেও জুটি বাঁধতে দেখা যাবে ভাইজানকে। যদিও এর আগে তিনটি হিট ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন।
প্রসঙ্গত, ঈদে ভাইজান সালমান খানের ছবি ‘সিকন্দার’ বক্সঅফিসে তেমন সাড়া জাগাতে পারেনি। অনেকেরই ধারণা সঞ্জয় দত্তর সঙ্গে জুটি বেঁধে অ্যাকশন ঘরানার ছবি দিয়ে নতুন করে দর্শক টানতে চাইছেন ভাইজান।

Read More

Latest News