Thursday, September 18, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeপ্রথম শ্রেণি থেকেই শিশুদের সামরিক প্রশিক্ষণ, ঘোষণা মহারাষ্ট্রে

প্রথম শ্রেণি থেকেই শিশুদের সামরিক প্রশিক্ষণ, ঘোষণা মহারাষ্ট্রে

ওয়েব ডেস্ক: প্রথম শ্রেণী থেকেই এবার দেওয়া হবে শিশুদের সামরিক প্রশিক্ষণ (Military training)। এমনই পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকার (Maharashtra Govt)। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুসে ঘোষণা করে দিলেন, দেশভক্তি, নিয়মানুবর্তীতা ও শারীরিক অনুশীলনের অভ্যাস তৈরি করতে রাজ্যের স্কুলগুলিতে প্রথম শ্রেণি থেকেই সেনা প্রশিক্ষণ(army training) দেওয়া হবে। প্রশিক্ষনের জন্য অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের সাহায্য নেওয়া হবে বলেও জানানও হয়েছে।

অপারেশন সিদুঁরের (Operation Sindoor) পর শিশুদের মধ্যে দেশপ্রেমের বীজ বপন করতে স্কুলের পাঠ্যক্রমের মধ্যেই থাকতে চলেছে সামরিক প্রশিক্ষন (Military training)। দেশের প্রথম রাজ্য হিসেবে মহারাষ্ট্র সরকারের (Maharashtra Govt) এই পদক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী (Minister of Education)। তিনি বলেন, স্কুলে প্রথম শ্রেণি থেকেই পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলা ও তাদের শৃঙ্খলাপরায়ণ করতে পড়ুয়াদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এর জন্য দেশের অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের সাহায্য নেওয়া হবে। এই নিয়ম কার্যকর হলে পড়াশুনোর পাশাপাশি শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।”

আরও পড়ুন: পাক জঙ্গি যোগে জম্মু কাশ্মীরে গ্রেফতার এক কনস্টেবল সহ আর ২ সরকারি কর্মী

শিবসেনা নেতা তথা মন্ত্রী দাদা ভুসে বলেন, প্রাথমিক সামরিক প্রশিক্ষণে যাতে কোনও খামতি না থাকে তার জন্য ক্রীড়া শিক্ষক, এনসিসি, স্কাউটসের পাশাপাশি আড়াই লক্ষ প্রাক্তন সেনা কর্মীকে স্কুলে নিয়োগ করবে সরকার। ইতিমধ্যেই এই প্রস্তাব মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের কাছে পেশ করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

দেখুন অন্য খবর 

Read More

Latest News