Monday, October 6, 2025
spot_img
Homeবাদ্যযন্ত্র সহকারে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ

বাদ্যযন্ত্র সহকারে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ

নদিয়া, সন্ত সাহা- বিরোধীদের পিছনে ফেলে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন কালীগঞ্জের (Kaligunge) তৃণমূল প্রার্থী (TMC)  আলিফা আহমেদ (Alifa Ahmed) । এদিন সকাল থেকে তিনি বাদ্যযন্ত্র সহকারে কর্মী সমর্থকদের নিয়ে হুড খোলা গাড়ি চেপে নির্বাচনী প্রচার শুরু করেন। কালীগঞ্জ বিধানসভার গোবরা পঞ্চায়েত এলাকার আকন্দবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয় এদিনের প্রচার। প্রার্থীকে দেখতে ও শুভেচ্ছা জানাতে ফুলের মালা হাতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে ছিলেন অসংখ্য গ্রামবাসী। প্রার্থী তাদের কাছে যেতেই মালা পড়িয়ে ও পুষ্পবৃষ্টি করে শুভেচ্ছা জানান তারা।

এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সভাপতি মল্লিকা চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। রবিবাসরীয় প্রচারে তৃণমূল প্রার্থী ঝড় তুললেও প্রচারের ময়দানে দেখা যায়নি বিরোধী দলের প্রার্থীদের।

আরও পড়ুন- আগামী সপ্তাহেই ঢুকছে বর্ষা! আবহাওয়ার বিরাট আপডেট জেনে নিন

প্রসঙ্গত, কালীগঞ্জের এবার উপ নির্বাচনে (By -Election) তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিফার নামে সিলমোহর দেন। আগামী ১৯ জুন উপ নির্বাচন, ফলাফল জানা যাবে ২৩ জুন। আলিফার বাবা প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। তার মৃত্যুর পরে এই আসনটি শূন্য হয়ে যায়।

সেই কেন্দ্র থেকেই লড়াই করছেন আলিফা। বাবার পথেই এগিয়ে আগামীদিনে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করতে চান তিনি। আলিফা জানিয়েছেন, কালীগঞ্জে বাবা যে উন্নয়নমূলক কাজগুলি করেছিলেন, ভোটে জয়ী হলে তা এগিয়ে নিয়ে তার প্রথম অগ্রাধিকার। কালীগঞ্জে ভোটে জেতার বিষয়ে সম্পূর্ণ রূপে আশাবাদী বলে জানিয়েছেন আলিফা।

দেখুন আরও খবর-

Read More

Latest News