Monday, November 3, 2025
Homeমুক্তির ছ'মাস আগেই পাইরেসি জালে প্রভাসের 'রাজা সাব'

মুক্তির ছ’মাস আগেই পাইরেসি জালে প্রভাসের ‘রাজা সাব’

ওয়েব ডেস্ক: ‘বাহুবলী'(Bahubali) খ্যাত প্রভাসের আগামী ছবি ‘রাজা সাব'(The Raja Saab) ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা। মুক্তির আগেই ধাক্কা খেলো ‘রাজা সাব’। যা শুনে প্রভাস ভক্তদের মন যথেষ্ট খারাপ।
প্রসঙ্গত, আগামী ১৬ই জুন ছবিটির মুক্তির দিন স্থির করা হয়েছিল। তার আগেই এই ছবির বেশ কিছু ক্লিপ এবং স্টিল ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেগুলি দেখে নির্মাতারা হতবাক। ছবি মুক্তির আগেই পাইরেসির(Piracy) জালে জড়িয়ে পড়েছে ‘রাজা সাব’। খুব স্বাভাবিকভাবেই এই পাইরেসি আটকাতেই নেমে পড়েছে ছবি টিম। ভয় দেখানো হয়েছে কড়া আইনি পদক্ষেপের।

বলা হয়েছে কেউ যদি বেআইনিভাবে এই কনটেন্ট শেয়ার করে তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাইরেসির খবর প্রকাশ্যে আসতেই প্রভাস অনুরাগীদের মন যথেষ্ট খারাপ। অনেকেই লিখেছেন, যথেষ্ট খারাপ খবর আমাদের সকলের উচিত এই সময় ছবির পাশে থাকা। এই ছবিতে প্রভাস ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সঞ্জয় দত্ত, নিধি আগারওয়াল,মালবিকা মোহন প্রমূখ।

Read More

Latest News