Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeধেয়ে আসছে দুর্যোগ, একাধিক রাজ্যে জারি লাল ও কমলা সতর্কতা, বন্ধ স্কুল

ধেয়ে আসছে দুর্যোগ, একাধিক রাজ্যে জারি লাল ও কমলা সতর্কতা, বন্ধ স্কুল

ওয়েবডেস্ক- ধেয়ে আসছে দুর্যোগ। কর্নাটক, কেরল ও গোয়ায় লাল সতর্কতা (Red Alert ) জারি করল মৌসম বিভাগ (IMD)। স্কুলগুলি বন্ধ  (Closed School) রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কর্নাটকের (Karnatak) উপকূলবর্তী এলাকাগুলিকে সতর্ক করা হয়েছে। মৌসম বিভাগ আজ ১৬ জুন প্রবল বৃষ্টির কারণে কর্নাটকের উপকূলবর্তী অংশ, কেরল, গোয়ায় রেড অ্যালার্ট জারি করেছে। বিশেষ নীচু এলাকাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ জলের তোড়ে প্লাবিত হওয়ার আশঙ্কা নীচু এলাকাগুলির।

পাশাপাশি ওড়িশা ও ছত্তিশগড়ে ঝোড়ো হাওয়া, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডে এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা। কেরলে সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। কেরলে ১৮ জুন পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আরও পড়ুন- লখনউয়ে অবতরণের সময় বিমানের চাকায় আগুন! প্রাণে বাঁচলেন যাত্রীরা

পাঁচটি জেলায় লাল ও ৬ টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ত্রিশুর, পালাক্কাদ, কান্নুর, ওয়েনাড, মালাপ্পুরম, কোট্টায়াম, কোঝিকোড়, ইদুক্কি, এর্নাকুলাম, পাথানামথিট্টা এবং কাসারাগোদের জেলা কালেক্টররা সোমবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছুটি ঘোষণা করেছেন৷ আলাপ্পুঝায়, কুট্টানাদ তালুকে একদিনের ছুটি দেওয়া হয়েছে, অন্যদিকে তিরুবনন্তপুরম, কোল্লাম এবং আলাপ্পুঝার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কেরল এবং মাহে উপকূলীয় অঞ্চলে ৩.৪ মিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে। ১৮ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। তামিলনাড়ুর নীলগিরি জেলায়, জেলা প্রশাসন উটি (উধগমণ্ডলম), কুন্দা, গুডালুর এবং পান্ডালুর তালুকের স্কুলগুলিতে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে ছুটি ঘোষণা করেছে।

পাশাপাশি দিল্লিতে চলেছে বৃষ্টি। আইএমডি উত্তর-পশ্চিম, দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব দিল্লির জন্য একটি কমলা সতর্কতা জারি করেছে।  সোমবার সন্ধ্যার মধ্যে আরও বৃষ্টিপাত, বজ্রপাত এবং বাতাসের গতিবেগ ৫০-৬০ কিমি/ঘন্টা পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে।

দেখুন আরও খবর-

 

 

 

Read More

Latest News