জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে গ্রহ বিভিন্ন সময় রাশিতে গমন করে থাকে। এর প্রভাবে শুভ -অশুভ প্রভাব তৈরি হয়। যার প্রভাব পড়ে কম-বেশি ১২টি রাশিতে। হংস মহাপুরুষ ( (Hans Mahapurush) রাজযোগে (Rajyoga) তিন রাশিতে শুভ প্রভাব নিয়ে আসবে। ১২ বছর পর দেবগুরুর বৃহস্পতির প্রভাবে অক্টোবরে কর্কট রাশিতে প্রবেশ করবে, যার কারণে হংস মহাপুরুষ রাজযোগ তৈরি। তিন রাশির জাতক জাতিকাদের মধ্যে শুভ প্রভাব পড়বে।
কন্যা রাশি: হংস রাজযোগ আপনার জন্য মানসিক প্রশান্তি নিয়ে আসবে। এই সময়ে আর্থিক দিক দিয়ে আপনি লাভের মুখ দেখবেন। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে প্রেম বাড়বে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন প্রেমের সঞ্চার। এই সময় বিনিয়োগ করলে, আর্থিক লাভ দেখতে পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। কোনও দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি।
তুলা রাশি: হংস মহাপুরুষ রাজযোগে আপনার জীবনে উন্নতি হবে। আর্থিক, দাম্পত্য সব দিক দিয়েই আপনি সুখের সময় দেখবেন। যে কাজ এত দিন আটকে ছিল, এবার সেটি অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। প্রেম-প্রণয়ে সমস্ত বাধা কেটে যাবে। দাম্পত্য জীবন মধুর হবে। কর্মক্ষেত্রে এতদিন যে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এবার সমস্ত সমস্যা দূর হবে। আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন।
আরও পড়ুন- মহালয়ার আগে পিতৃপক্ষে গজকেশরী যোগ, তিন রাশির উন্নতি
বৃশ্চিক রাশি: হংস মহাপুরুষ রাজযোগে এই রাশির আর্থিক উন্নতি। ভাগ্য আপনার সাথ দেবে। কর্মক্ষেত্রে সাফল্য পদোন্নতি। বিদেশ ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হতে পারে। আপনার যদি ট্রান্সফারের চাকরি হয়ে থাকে তাহলে রাজ্যের বাইরে আপনার জন্য শুভ ফল নিয়ে আসবে। যারা ব্যবসা করেন তাদের এই সময়টি সব দিক দিয়ে শুভ। শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার সুযোগ তৈরি হবে। বিবাহিতদের সন্তান লাভের যোগ তৈরি হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।