Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollআজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, দুপুরেই রওনা
Mamata Banerjee

আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, দুপুরেই রওনা

পুজোর আগেই মুখ্যমন্ত্রীর সফর ঘিরে অধীর আগ্রহে উত্তরবঙ্গবাসী

ওয়েবডেস্ক- আজ উত্তরবঙ্গ সফরে (North Bengal Visit) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তিন দিনের সফরে এদিন দুপুরেই বাগডোগরা থেকে রওনা দেবেন তিনি। একাধিক প্রকল্পের শিলান্যাস করবে। কাল জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান। আদিবাসীদের জমির পাট্টা বিতরণ করবেন তিনি। বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন।

বিগত কয়েকদিনে ভারী বর্ষায় বিপর্যস্ত অবস্থায় উত্তরবঙ্গ। এই অবস্থায় উত্তরবঙ্গে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে অন্য জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠকও করতে পারেন তিনি।

আরও পড়ুন- প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক, নিরাপত্তা ব্য়বস্থা কেমন?

পুজোর আগে মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে উন্মাদনা। একাধিক প্রকলের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ফলে খুব স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রীর কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে উত্তরবঙ্গবাসী। গোটা রাজ্যে পুজোর প্রস্তুতি তুঙ্গে। তাই পুজোর আগে উত্তরবঙ্গের প্রশাসনিক জনসভা করে প্রয়োজনীয় কাজগুলির দ্রুত শেষ করার নির্দেশ দিতে পারেন।

দেখুন আরও খবর-

Read More

Latest News