Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollনদিয়ার কল্যাণীতে ইডি হানা প্রসঙ্গে শুরু শাসক-বিরোধী তরজা
Nadia

নদিয়ার কল্যাণীতে ইডি হানা প্রসঙ্গে শুরু শাসক-বিরোধী তরজা

মঙ্গলবার সকাল সাতটা নাগাদ শুরু হয় তল্লাশি অভিযান।

নদিয়া: নদিয়ার (Nadia) কল্যাণীতে (Kalyani) ইডি (ED) হানার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ইডি অভিযান চালানো হয়। সূত্রের খবর, কল্যাণীর A/8 বাই 462 নম্বর বাড়িতে তৃণমূল (TMC) ঘনিষ্ঠ ধীমান চক্রবর্তীর বাসভবনে হানা দেয় ইডি। চারজন ইডি আধিকারিকের সঙ্গে ছিলেন পাঁচজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সকাল সাতটা নাগাদ শুরু হয় তল্লাশি অভিযান।

এই ঘটনার পর রাজনৈতিক তরজা আরও তীব্র হয়। নবদ্বীপের এক কর্মসূচিতে যোগ দিয়ে রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলি অভিযোগ করেন, “সরকারি বিভিন্ন সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি। ইডি অভিযান তারই অঙ্গ।” পাশাপাশি। বিরোধীদের কটাক্ষের জবাব দিয়ে তিনি আরও বলেন, “আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচী মানুষের স্বার্থে। বিজেপি অপমান করলেও আগামী ২০২৬-এ মানুষ তার উপযুক্ত জবাব দেবে।”

আরও পড়ুন: গাইঘাটার গ্রাম্য এলাকার মানুষদের পাশে দাঁড়াল সরকারি প্রাক্তন কর্মচারীরা

এদিকে, টানা অস্থিরতার কারণে নেপালে ভ্রমণ পরিকল্পনা করা ভারতীয় পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক। পর্যটন এলাকা ও জনবহুল স্থানে যাতায়াত সীমিত রাখার পাশাপাশি হোটেল বা গেস্ট হাউসে অবস্থানকালে প্রয়োজনীয় নথি ও পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় দূতাবাসের হেল্পলাইনে ২৪ ঘণ্টা যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া যায়।

দেখুন আরও খবর: 

Read More

Latest News