Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollতদন্তরারীদের নিয়ে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের!
Supreme Court

তদন্তরারীদের নিয়ে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের!

'তদন্তকারীদেরও তদন্তের আওতায় আসা উচিৎ', মন্তব্য শীর্ষ আদালতের

ওয়েব ডেস্ক : তদন্তকারীদেরও কখনও সখনও তদন্তের আওতায় আসা উচিৎ। মন্তব্য শীর্ষ আদালতের (Supreme Court) দুই বিচারপতির বেঞ্চের। গোটা সিস্টেমের উপর সাধারণের আস্থা অক্ষুন্ন রাখতে এমনটা জরুরি বলে মনে করছে দেশের শীর্ষ আদালত। ২০০০ সালের একটি মামলায় দুই সিবিআই (CBI) আধিকারিকের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলেছিলেন দুই ব্যবসায়ী। সেই মামলার শুনানি চলাকালিন মন্তব্য সুপ্রিম কোর্টের।

সিবিআই (CBI), ইডি (ED) সহ বিভিন্ন তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আকছার উঠেছে বেনিয়মের অভিযোগ। তদন্তকারী সংস্থাগুলি কেন্দ্রের শাসকদলের অঙ্গুলিহেলনে চলছে। এমন অভিযোগ প্রায়শই শোনা যাচ্ছে। এবার তদন্তকারী আধিকারিকদেরও তদন্তের আওতায় আসা উচিৎ বলে মন্তব্য দেশের শীর্ষ আদালতের। বেনিয়মে অভিযুক্ত দুই সিবিআই আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি সুপ্রিম কোর্টের (Supreme Court)।

আরও খবর : নাগরিকত্ব ইস্যুতে সোনিয়ার বিরুদ্ধে মামলা খারিজ আদালতের!

২০০০ সালে দুই সিবিআই (CBI) আধিকারিকের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলেছিলেন দুই ব্যবসায়ী। ক্ষমতার অপব্যবহার করে ভয় দেখানো, হুমকি দেওয়া, অবৈধ ভাবে নথি বাজেয়াপ্ত করার মতো অভিযোগ উঠেছিল এই দুই আধিকারিকের বিরুদ্ধে। একজন ছিলেন সিবিআইয়ের তৎকালীন জয়েন্ট ডিরেক্টর নীরজ কুমার এবং ইনস্পেক্টর বিনোদ কুমার। সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতের বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি পিবি ভারালের বেঞ্চে। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের (Supreme Court) দুই বিচারপতির বেঞ্চ জানায়, “সময় এসে গিয়েছে। কখনও কখনও তদন্তকারীদের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত। তবেই পুরো সিস্টেমের উপর জনগণের আস্থা থাকবে।”

দিল্লি পুলিশের অ্যাসিসট্যান্ট কমিশনার অথবা তাঁর থেকে উচ্চতর পদমর্যাদার কোনও আধিকারিককে দিয়ে এই ঘটনার তদন্ত করার নির্দেশ আদালতের। এই মামলায় আগেই ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টেও (Supreme Court)। আগামীদিনে তদন্তকারীদের তদন্তের আওতায় আনা হলে শাসকদলের হয়ে তাবেদারি করার প্রবণতা যেমন কমবে, তেমনই তদন্ত প্রক্রিয়া আরও বেশি স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News