কলকাতা: বাংলা ও বাংলা ভাষা সুরক্ষার দাবিতে নদিয়ার (Nadia) শান্তিপুরে (Shantipur) তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য প্রতিবাদী মিছিল ও সভা। শহর তৃণমূলের নেতৃত্বে আয়োজিত এই পদযাত্রায় মনীষীদের প্রতিকৃতি ও সাজসজ্জা, বাঙালি নৃত্য এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ভাষার প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে বাংলাকে বাঁচানোর বার্তাও পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলী, শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, উপ পৌরপ্রধান কৌশিক প্রামাণিক, শহরের একাধিক কাউন্সিলরসহ বহু সাধারণ মানুষ ও তৃণমূল কর্মী-সমর্থক।
আরও পড়ুন: বাবার স্বপ্নকে সঙ্গে নিয়ে চলছে মূর্তি গড়ার কাজ
বিজেপির কটাক্ষ প্রসঙ্গে শহর তৃণমূল সভাপতি জানান, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষকে বারবার হেনস্তার শিকার হতে হচ্ছে। তিনি বলেন, “বিজেপির দাবি সম্পূর্ণ মিথ্যা। যদি সত্যিই বিজেপির কর্মীদের শরীরে বাঙালির রক্ত থাকে, তবে বাঙালিদের পাশে দাঁড়ান।” পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, দেশজুড়ে বাঙালি হেনস্তার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই আন্দোলন অব্যাহত থাকবে।
দেখুন আরও খবর: