ওয়েব ডেস্ক : প্রয়াত কবি রাহুল পুরকায়স্থ (Rahul Purkayastha)। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন। মৃত্যুর আগে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। তবে শেষ রক্ষা হল না। শুক্রবার না ফেরার দেশে পাড়ি দিলেন কবি।
সূত্রের খবর, অসুস্থতার কারণে দু’ সপ্তাহ আগে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তবে পরের দিকে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি। তাঁকে ভেন্টিলেশন থেকে বার করার প্রক্রিয়াও শুরু হয়েছিল। জানা গিয়েছে, দুদিন আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। ফলে তাঁকে ভেন্টিলেসনেই রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে বাঁচানো গেল না তাঁকে।
আরও খবর : জাহ্নবী কাপুরের পারিশ্রমিকের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী
বেলঘরিয়ার বাসিন্দা রাহুল পুরকায়স্থ (Rahul Purkayastha) কবি হওয়ার পাশাপাশি গণমাধ্যমের (Media) সঙ্গেও যুক্ত ছিলেন। তিন দশক ধরে একাধিক কবিতা লিখেছেন তিনি। আটের দশক থেকে নিয়মিত কবিতা লিখতেন তিনি। কুড়িটির বেশি কবিতার বই লিখেছেন। তাঁর প্রথম কবিতার বই ‘অন্ধকার, প্রিয় ,স্বরলিপি’ । এর পর তিনি আরও একাধিক কবিতার বই লিখেছেন। দেশ-বিদেশের সাহিত্য ও চিত্রকলা সম্পর্কে তাঁর বেশ আগ্রহ ছিল।
‘নেশা এক প্রিয় ফল’,‘আমার সামাজিক ভূমিকা’, ও ‘ তরঙ্গ লাফাও’-এর মতো একাধিক কাব্যগ্রন্থ লিখেছেন তিনি। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘শ্বাসাঘাত তাঁতকল পুরনো হরফ’। তাঁর লেখা কবিতা ইংরেজী ও হিন্দি ভাষাতেও অনুবাদ হয়েছিল। রাহুল পুরকায়স্থ (Rahul Purkayastha)-র কবিতায় সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে কলোনি জীবনের কথা উঠে এসেছে। তাঁর একাধিক পুরস্কৃত হয়েছিল। ‘মাইকেল মধুসুদন দত্ত’ পুরস্কারও পেয়েছিলেন তিনি।
দেখুন অন্য খবর :