Monday, September 15, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeপ্রযুক্তিকৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্ট্যাটাজি অর্থনৈতিক বৃদ্ধির মূল চালিকাশক্তি হতে পারে
Digital Success Summit 2025

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্ট্যাটাজি অর্থনৈতিক বৃদ্ধির মূল চালিকাশক্তি হতে পারে

কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI(Artificial Intelligence) এবং ডিজিটাল স্ট্র্যাটেজি(Digital Strategy) এখন শুধু আর নতুন প্রযুক্তির সহায়ক নয়। অর্থনৈতিক বৃদ্ধির মূল চালিকাশক্তি বলা যেতে পারে। ই এম বাইপাস সংলগ্ন এক পাঁচতারা হোটেলে পূর্ব ভারতের সবচেয়ে বড় AI এবং ডিজিটাল গ্রোথ সম্মেলন- ‘ডিজিটাল সাকসেস সামিট ২০২৫'(Digital Success Summit 2025)- এ উঠে এলো সেই সম্ভাবনার কথা। ‘ইন্ডাস নেট টেকনোলজিস'(Indus Net Technologies) এর উদ্যোগে
আয়োজিত চতুর্থ বর্ষের এই সম্মেলনে দেশের নানান প্রান্ত থেকে হাজী ছিলেন পাঁচশ্যারও বেশি পেশাদার যার মধ্যে ৪০০র বেশি সিইও,ভাইস প্রেসিডেন্ট উদ্যোক্তা ও বিনিয়োগকারী। প্রতিষ্ঠানের কর্ণধার অভিষেক রুংতা জানান যে এই ধরনের সম্মেলনগুলি বাস্তব সমস্যাগুলি সমাধান করতে এবং প্রযুক্তির মাধ্যমে সমাজের ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করে। তিনি আরও বলেন, এআই এবং ডিজিটাল স্ট্র্যাটেজি আগামী দিনে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে শিল্পকলা স্বাস্থ্য ও শিক্ষা সর্বত্রই নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠবে।
সম্মেলনে ‘AI cyber security and Digital transformation’ এর মাধ্যমে কিভাবে ব্যবসায়িক ক্ষেত্রকে নতুন করে সাজানো যায় তা বিশ্লেষণ করা হয়।
এই সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ‘AI powered digital marketing and AI in operations’ এর ওপর হাতে-কলমে শেখার ওয়ার্কসপ। সম্মেলনে অংশগ্রহণকারীরা পারস্পরিক আলোচনার মাধ্যমে এবং নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পান।
উদ্যোক্তা সংস্থা ডিরেক্টর শান্তনু মুখার্জি জানান, আজকের দিনে AI নির্ভর digital transformation-ই দেশের গ্রোথ স্ট্র্যাটেজি। পূর্ব ভারতের ডিজিটাল অর্থনীতির মূল ভিত্তি হয়ে দাঁড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার সিকিউরিটি। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এই ডিজিটাল সাকসেস আমি শুধু একটি সম্মেলন নয় বরং পূর্ব ভারতের ডিজিটাল ভবিষ্যতের রোডম্যাপ বলা যেতে পারে।

Read More

Latest News