Monday, September 15, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollবিহারে ৪৫-৫২ আসনে লড়তে চলেছে কংগ্রেস!
Bihar

বিহারে ৪৫-৫২ আসনে লড়তে চলেছে কংগ্রেস!

বিহারে আসন ভাগাভাগিতে জেদ করবে না কংগ্রেস! নির্দেশ রাহুলের

ওয়েব ডেস্ক : বিহারের বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election 2025) কংগ্রেস (Congress) মাত্র ৪৫-৫২ আসনে লড়তে চলেছে। মহাগঠবন্ধনের আসন ভাগাভাগিতে কোনও জেদ করবে না কংগ্রেস। রাহুল গান্ধীর (Rahul Gandhi) নির্দেশ, লক্ষ্য শুধুই বিজেপিকে (BJP) হারানো। সেই লক্ষ্যের পথে আসন কোনও বাধা হবে না।

বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election 2025) কংগ্রেস মাত্র ৪৫-৫২ আসনে লড়তে চলেছে । কংগ্রেসের (Congress) বক্তব্য, ২০২০-এর বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়েই এবার বিহারে আসন ভাগাভাগিতে কোনও জেদ করবে না কংগ্রেস। বিহারের কংগ্রেস নেতৃত্বকে রাহুল গান্ধীর স্পষ্ট নির্দেশ, লক্ষ্য একটাই, বিহারে বিজেপি তথা NDA’কে হারানো। সেই লক্ষ্যের পথে যেন কোনও বাধা না আসে। মহাগঠবন্ধনের আসন ভাগাভাগিতে প্রয়োজনে নিজেদের ভাগের আসনও নতুন শরিককে ছাড়তে তৈরি কংগ্রেস। সেই ফরমুলাতেই বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৪৫-৫২ আসনে লড়তে চলেছে ।

আরও খবর : E-20 পেট্রল নিয়ে কাঠগড়ায় গড়কড়ি!

মহাগঠবন্ধনের নেতারা বৈঠকে বসে আসন ভাগাভাগি চূড়ান্ত করে ফেলবে আর কয়েক দিনের মধ্যেই। কংগ্রেসের (Congress) জনাকয়েক বিধায়ককে টিকিট না দিয়ে প্রয়োজনে শরিকদের দেওয়া হবে। বিহার বিধানসভায় মোট আসন ২৪৩। এর মধ্যে ২০২০ সালে RJD-র সঙ্গে জেদ করে ৭০ আসন নিয়েছিল কংগ্রেস। জিতেছিল মাত্র ১৯ আসন। তাই এবার আর জেদ নয়।

তবে কংগ্রেস চায়, প্রতি জেলায় অন্তত একটি করে যেন আসন মেলে। বিহারে (Bihar) জেলার সংখ্যা ৩৮। একইসঙ্গে কংগ্রেসের চাহিদা, হারের মার্জিন বিরাট, এমন আসন যেন একা কংগ্রেসকেই না পেতে হয়। নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছে, এবার RJD ১৩৩ আসন নেবে। এর মধ্যে থেকেই রামবিলাস পাসোয়ানের ভাই পারস পাসোয়ানের দল রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে দেওয়া হবে। পাশাপাশি সংযুক্ত বাম দলগুলি লড়বে ৩৪ আসনে। বিহারের ভোট এ বছরের নভেম্বরে মাসে হতে পারে। এখনও দলগুলি সলতে পাকানোর কাজ চালাচ্ছে। উৎসবের আবহ পার হলেই সব রাজনৈতিক দল পুরোদমে নেমে পড়বে নির্বাচনী ময়দানে।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News