নদিয়া: নদিয়া (Nadia) জেলার রানাঘাট (Ranaghat) ১ নম্বর ব্লকের রামনগর (Ramnagar) ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিলের মাঠ এলাকায় দীর্ঘ চার মাস ধরে প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবার জলবন্দি হয়ে রয়েছেন। এলাকায় সঠিক জলনিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই গোটা গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। ফলে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের অভিযোগ, বারবার পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানিয়েও কোনও সমাধান মেলেনি। জনপ্রতিনিধিরা ভোটের সময় এলে প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট মিটে গেলে আর দেখা মেলে না। এ নিয়ে ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে।
আরও পড়ুন: চোখে দেখতে না পেয়েও ১৫ বছর ধরে সাইকেল সারান!
পরিস্থিতি এতটাই জটিল যে, স্থানীয়রা জানিয়েছেন—যদি দ্রুত স্থায়ী সমাধান না হয়, তবে আগামী দিনে ভোট বয়কটের ডাক দেবেন তাঁরা।
দেখুন আরও খবর: