Sunday, September 21, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollআগামীকাল থেকে নয়া জিএসটি কার্যকর, প্রায় ৪০০ সামগ্রীর দাম কমবে
GST

আগামীকাল থেকে নয়া জিএসটি কার্যকর, প্রায় ৪০০ সামগ্রীর দাম কমবে

নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার সময় ক্রেতাদের সতর্ক থাকার নির্দেশ

ওয়েবডেস্ক-  আগামীকাল থেকে জিএসটি (GST) কমছে। সোমবার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া জিএসটি ২.০ নতুন হারে সাধারণত বেশিরভাগ পণ্য ও পরিষেবার (Products and services) উপর ৫ শতাংশ ও ১৮ শতাংশ কর আরোপিত হবে। বিলাসবহুল পণ্যের (luxury Goods) উপর ৪০ শতাংশ কর আরোপ করা হবে। নতুন বর্ধিত হারে কতটা উপকার পাবে সাধারণ মানুষ? নয়া জিএসটি হারে একদিকে দুগ্ধজাত পণ্য এবং যন্ত্রপাতির উপর সাশ্রয় হবে, অন্যদিকে অনেক বিলাসবহুল এবং ক্ষতিকারক পণ্য আগামীকাল থেকে আরও ব্যয়বহুল হয়ে উঠবে।

দেখে নেওয়া যাক কোন কোন সামগ্রী সাশ্রয়ী হবে-

নিত্যপ্রয়োজনীয় প্রায় ৪০০টি সামগ্রীর দাম কমতে চলেছে। রান্নাঘরের সাধারণ ব্যবহারের জিনিসপত্র যেমন ঘি, পনির, মাখন, স্ন্যাকস, কেচাপ, জ্যাম, শুকনো ফল, কফি ও আইসক্রিমের মত পণ্যের দাম কমবে। পাশাপাশি টেলিভিশন, এয়ার কন্ডিশনার (এসি) এবং ওয়াশিং মেশিনের মতো পণ্যের দামও কমতে চলেছে। জিএসটি হ্রাসের প্রভাবে  বেশ কিছু ভোগ্যপণ্য (এফএমসিজি) কোম্পানি ইতিমধ্যেই দাম কমানোর ঘোষণা করেছে।

মধ্যপ্রদেশের পরিবারের একটি প্রধান পণ্য, সাঁচি ঘি, প্রায় ৪০ টাকা সস্তা হবে। কর্নাটকে রাষ্ট্র পরিচালিত নন্দিনী ব্র্যান্ড ঘি, মাখন, প্রক্রিয়াজাত পনির এবং দুধজাত পণ্যের দাম কমছে। সংশোধিত স্ল্যাবের অধীনে ভোজ্য তেল, প্যাকেটজাত আটা এবং সাবানের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যও সস্তা হতে চলেছে। পাশাপাশি ভারতীয় রেলের ‘রেল নীর ‘ পানীয় জলের বোতলের দামও কমছে।

এয়ার কন্ডিশনার এবং ডিশওয়াশারের দাম ক্রমশ কমছে, কিছু ক্ষেত্রে ৪,৫০০ থেকে ৮,০০০ টাকা পর্যন্ত কমবে। টেলিভিশন, কম্পিউটার মনিটর এবং প্রজেক্টরের উপর এখন ১৮% জিএসটি কম লাগবে, যা আগের উচ্চ হারের থেকে কম। ২৫,০০০ টাকার কম দামের এন্ট্রি-লেভেল রেফ্রিজারেটর এবং স্মার্টফোনের দামেও ছাড় দেওয়া হবে।

ফলের উৎসম মুখর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মাস্টারস্ট্রোক, সাধারণ মানুষকে অনেকটাই সুরাহা দেবে।

সম্ভবত সবচেয়ে বেশি খবরের শিরোনাম হল অটোমোবাইল। মারুতি সুজুকি আল্টো, সুইফট, ব্রেজা এবং ব্যালেনো সহ বিভিন্ন মডেলের দাম কমিয়েছে, যার মধ্যে ১.২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। দু-চাকার গাড়ির ক্রেতারাও আরও ভালো ভাবে ডিল হয়েছে। সুজুকি ৩৫০ সিসি পর্যন্ত বাইক এবং স্কুটারের দাম কমিয়েছে, যার ফলে কয়েক হাজার টাকা সাশ্রয় হবে। Gixxer SF-250 এর মতো মাঝারি পরিসরের মোটরসাইকেলের দাম এখন কম। নির্মাণ ও আবাসন উপকরণ – মার্বেল, গ্রানাইট, চুনের ইট এবং হস্তশিল্প -ও নিম্ন স্ল্যাবে স্থানান্তরিত হয়েছে, যা নির্মাতা এবং কারিগরদের কিছুটা স্বস্তি দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে চুলের তেল, সাবান, শ্যাম্পু, টুথব্রাশ এবং টুথপেস্টের উপর কর ১২/১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ট্যালকম পাউডার, ফেস পাউডার, শেভিং ক্রিম এবং আফটারশেভ লোশনের মতো অন্যান্য জিনিসের উপরও কর কমে ৫ শতাংশে নেমে এসেছে।

আরও পড়ুন-  আজ বিকেল ৫ টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর, তীব্র চাঞ্চল্য দেশজুড়ে

শিশুদের জন্য শিক্ষা এবং প্রয়োজনীয় জিনিসপত্রও এর সুবিধা দেয়। এক্সারসাইজ বুক, পেন্সিল, ইরেজার এবং নোটবুক এখন স্বাস্থ্য ও জীবন বীমা প্রিমিয়ামের পাশাপাশি ০% জিএসটি বিভাগের আওতায় পড়ে, যা এগুলিকে করমুক্ত করে।

দাম বাড়বে- 

কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হলেও, বিলাসবহুল এবং ক্ষতিকর জিনিসপত্রের দাম আরও বাড়বে। সিগারেট, পান মশলা, গুটখা এবং চিবানো তামাককে ৪০% জিএসটি-র আওতায় আনা হয়েছে। বাইকপ্রেমীদের জন্য স্বস্তি দেবে না। ৩৫০ সিসি উপরে মডেল যেমন রয়েল এনফিল্ডের হিমালয়ান বা ৬৫০ সিসির সিরিজ এর দাম বেশি।

বিলাসবহুল গাড়ি এবং এসইউভি, বিশেষ করে আমদানি করা মডেলগুলির দাম আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রিমিয়াম মদ এবং আমদানি করা ঘড়িগুলিও উচ্চ করের আওতায় পড়বে।

আগামীকাল থেকে নয়া জিএসটি কার্যকর হচ্ছে, তাই ক্রেতাদের সতর্ক থাকতে হবে।

দেখুন আরও খবর-
<

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Read More

Latest News