Sunday, September 21, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollইজরায়েলের বিরুদ্ধে 'মাইন্ড গেম' শুরু করল হামাস!
Israel

ইজরায়েলের বিরুদ্ধে ‘মাইন্ড গেম’ শুরু করল হামাস!

পণবন্দিদের ছবি প্রকাশ করে ইজরায়েলের উপর চাপ বাড়াল হামাস!

ওয়েব ডেস্ক : অস্ত্রের লড়াইয়ে ইজরায়েলের (Israel) সঙ্গে পেরে উঠছে না হামাস (Hamas)। এই অবস্থায় এমন পরিস্থিতিতে ইজরায়েলের বিরুদ্ধে ‘মাইন্ড গেম’ শুরু করল হামাস। সম্প্রতি ৪৭ জন পণবন্দির ছবি প্রকাশ করেছিল প্যালেস্টাইনের এই সশস্ত্র সংগঠন। সেই ছবিকে ‘বিদায়ী ছবি’ বলে উল্লেখ করা হয়েছে। এই ছবি সামনে আসতেই আশঙ্কা তৈরি হয়েছে ইজরায়েলের অন্দরে।

জানা গিয়েছে, প্রতিটি ছবিগুলির নীচে লেখা রয়েছে রন আরদ। আর এই নাম নিয়েই বিভীষিকা তৈরি হয়েছে ইজরায়েলের (Israel) অন্দরে। কারণ, ১৯৮৬ সালে ১৬ অক্টোবর একটি মিশনে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ইজরায়েলি বায়ুসেনার ক্যাপ্টেন রন অরাদের বিমান। এর পরে তাঁকে বন্দি করে তুলে দেওয়া হয়েছিল হোজবোল্লার হাতে। এর পর বন্দি বিনিময়ের মাধ্যমে তাদের জওয়ানকে ফেরানোর চেষ্টা করেছিল ইজরায়েল। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল। এর পর ১৯৮৭ সালে আরদের তিনটি চিঠি ও দুটি ছবি পাওয়া গিয়েছিল। ফলে বেঁচে থাকার প্রমাণ পাওয়া গেলেও, খোঁজ মেলেনি তাঁর। আর যে ৪৭ জন বনন্দিদের নিচে রন অরাদের ছবি ব্যবহার করে হামাস ভয়ঙ্কর পরিণতির কথায় উল্লেখ করেছে বলে মনে করে ওয়াকিবহাল মহল।

আরও খবর : ওলির নির্দেশেই গুলি চালানো হয়েছিল! গ্রেপ্তারির দাবি ‘জেন জি’র

এই ছবি প্রকাশের পর হামাসের (Hamas) একটি বিবৃতি প্রকাশ করে লেখা হয়েছে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জেদের কারণে তাঁর সেনা যেভাবে গাজায় অভিযান শুরু করেছে, তার প্রেক্ষিতেই পণবন্দিদের এই বিদায়ী ছবি। এমন সময় এই বিবৃতি প্রকাশ করা হয়েছে, যে সময় গাজা (Gaza) দখলের জন্য অভিযান শুরু করেছে ইজরায়েলের বাহিনী। ইতিমধ্যে সেখানে বাড়ছে মৃতের সংখ্যা। অনেকে সেখান থেকে পালাতে শুরু করেছেন।

পণবন্দিদের এমন ছবি নিয়ে উদ্বিগ্ন তাঁদের পরিবারও। পণবন্দিদের দ্রুত উদ্ধারের জন্য সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে পরিবার। ইতিমধ্যে এ নিয়ে আন্দোলন ও মিছিল শুরু করেছেন তাঁরা।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News