কলকাতা: মঙ্গলবার সকালে তাৎক্ষণিক সিদ্ধান্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে, কারণ কলকাতা শহর কার্যত ‘রুদ্ধ’ হয়ে পড়েছে। সার্বিক পরিকাঠামো থমকে গেছে বর্ষণ, জলাবদ্ধতা ও যোগাযোগ বিঘ্নে।
বেসরকারি স্কুলগুলিতেও পাঠদান ও পরীক্ষা বাতিল হওয়া-স্থগিত থাকার খবর পাওয়া গেছে। কিছু স্কুল জানাচ্ছে, প্রয়োজন না হলে পড়ুয়াদের স্কুল না পাঠানোর বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে এবং উপস্থিতি বাধ্যতামূলক নয়।
আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কলকাতা, কন্ট্রোল রুমে মেয়র ফিরহাদ
শিয়ালদাহ, হাওড়া, শহরতলিতে রেল ও বাস পরিবহন বিপর্যস্ত; ট্রেন চলাচল কঠিন ও বাতিল হয়েছে বহু রুটে, রাস্তা-ঘাট জলের নিচে। অটো-ট্যাক্সি-বাস চলাচলে হোঁচট পড়েছে।
এই অবস্থায় বোঝা গেছে, সাধারণ জনজীবন ও শিক্ষাব্যবস্থা দুটোই বড়ভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষা নতুন করে তারিখ নির্ধারণ করার কথা বলেছে কিন্তু তারিখ এখনো ঘোষণা হয়নি।
দেখুন অন্য খবর