বীরভূম: বীরভূমের মাড়গ্রামে বিসর্জনের শোভাযাত্রায় চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, বিসর্জনের শোভাযাত্রায় বাজি ফাটানোকে কেন্দ্র করে আচমকা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ভিলেজ পুলিশের ছোঁড়া বাজির আঘাতে গুরুতর আহত হয়েছেন এক স্থানীয় ব্যাক্তি। গুরুতর আহত অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পথ অবরোধে সামিল হন ন’টি পুজোর উদ্যোক্তারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
উৎসবের আবহে ফের দুর্ঘটনার ছবি। বৃহস্পতিবার দশমীর দিন বীরভূমে বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন বাজি ফাটানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। অভিযোগ, হেমন্ত বাগদি নামে এক ভিলেজ পুলিশ ওই যুবকের কাছে গিয়ে তাঁর মুখ লক্ষ্য করে একটি শব্দবাজি ছুড়ে দেন। সেই বাজি ফেটে গুরুতর জখম হন যুবক। মুখের ভিতর, ঠোঁটের অংশ দিয়ে রক্ত বেরতে থাকে। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলেই প্রথমে হতবাক হয়ে যায়। পরে অভিযুক্ত ওই সিভিক পুলিশকে পাকড়াও করা হয়। জখম যুবককে দ্রুত রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তকে প্রথমে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনা ঘিরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
আরও পড়ুন: বিদ্যুৎপৃষ্ঠে একাধিক মৃত, CESC-এর বিরুদ্ধে মিছিল কলেজস্কোয়ারে
স্থানীয়দের অভিযোগ, ওই যুবকের মুখে নিষিদ্ধ চকোলেট বোমা ছোড়া হয়েছিল। যদিও পুলিশ সেই কথা মানতে চায়নি। পুলিশের দাবি, কালিপটকা জাতীয় কিছু ফাটানো হয়েছিল। কিন্তু কেনই বা এমন কাজ ওই ভিলেজ পুলিশ করবেন? তাঁর সঙ্গে কি ওই যুবকের ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল? নাকি নিছকই মজা? সেই প্রশ্ন উঠেছে।
দেখুন খবর: