Tuesday, October 14, 2025
HomeScrollশান্তিপুরের বিধায়কের উদ্যোগে তৈরি হচ্ছে জেলার প্রথম প্লাস্টিক নির্মিত রাস্তা
Nadia

শান্তিপুরের বিধায়কের উদ্যোগে তৈরি হচ্ছে জেলার প্রথম প্লাস্টিক নির্মিত রাস্তা

জেলার প্রথম প্লাস্টিক নির্মিত রাস্তা শান্তিপুরে, উদ্যোগ বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর

নদীয়া: নদীয়ার (Nadia) শান্তিপুরে (Shantipur) তৈরি হচ্ছে জেলার প্রথম প্লাস্টিক নির্মিত রাস্তা। উদ্যোগ নিয়েছেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী (District News)।

শান্তিপুর ব্লকের মানিকনগর এলাকায় এই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। রাস্তা তৈরিতে ব্যবহার করা হচ্ছে পুনর্ব্যবহৃত প্লাস্টিক, যা পরিবেশবান্ধব এবং টেকসই বলে দাবি করেছেন প্রকৌশলীরা।

আরও পড়ুন: একই দিনে এবং একই সময়ে আলাদা জায়গায় রাজ্য পুলিশের দুটি চাকরির পরীক্ষা

বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, “এটি জেলার প্রথম প্লাস্টিক মিশ্রিত রাস্তা। শান্তিপুর থেকেই আমরা এই প্রকল্পের সূচনা করছি। আগামী দিনে জেলার অন্যান্য এলাকাতেও এই প্রযুক্তি ব্যবহার করা হবে।”

এদিন সাংবাদিকদের সামনে তিনি বলেন, এই উদ্যোগ পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News