ওয়েবডেস্ক- উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাওয়ার আগে দুর্গাপুর কাণ্ড (Durgapur Incident) নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। সাংবাদিক উত্তরে প্রথমে মুখ্যমন্ত্রী বলেন, বেসরকারি কলেজের ঘটনা, পুলিশ দেখছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
কোনও ঘটনা ঘটলে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করি। আমরা কোনও কেসকে সাপোর্ট করি না। বাংলায় এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বেসরকারি কলেজে একটা একটা দায়িত্ব আছে। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে পাহারা দেবে না। আমি পুলিশকে বলেছি কড়া ব্যবস্থা নিতে।
বেসরকারি কলেজগুলিরও নিরাপত্তা বাড়ানো উচিত। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সব মানুষেরই কোথাও যাওয়ার অধিকার আছে। সেই নিয়ে কিছু বলার নেই। তবে ছাত্রীদের বলব রাতে ছাত্রীদের না বের হতে হতে। মেয়েদের রাতে বাইরে নিরাপত্তার দায়িত্ব কার? দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, মণিপুর, ইউপি, ওড়িশার ঘটনা নিন্দা হওয়া উচিত। উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশাতেও এই ধরণের ঘটনা ঘটছে কী অ্যাকশন নিয়েছে তারা।
এদিকে দুর্গাপুরে কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্যে বিবৃতি দাবি করল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলেন, এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক। পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এখন কেন নীরব কমিশন? রাজ্যের নারীরা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন, অথচ সরকার দর্শকের ভূমিকা পালন করছে। মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপুরের ঘটনার পর মুখ্যমন্ত্রীর বিবৃতি চাইছি। আমাদের সবাই পথে নামবে। বাংলা মা বোনেরা ঐক্যবদ্ধ হোক। নারী সুরক্ষা নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে এসেছি, ভবিষ্যতেও করব। বাংলায় কোনও মহিলা সুরক্ষিত নন। মা–বোনরা দেবী দুর্গার ভূমিকা নিন।”
আরও পড়ুন- আজ ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। একাধিক স্থানে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করেছে। এর আগে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তাদের আজই আদালতে পেশ করা হবে।
দেখুন আরও খবর-