Sunday, October 19, 2025
HomeScrollমুম্বইয়ে PETA ইন্ডিয়ার 'পিজিওন মাস্ক' প্রতিবাদ ঘিরে বিতর্ক
PETA India

মুম্বইয়ে PETA ইন্ডিয়ার ‘পিজিওন মাস্ক’ প্রতিবাদ ঘিরে বিতর্ক

প্রতিবাদই জন্ম দিল বিতর্কের

ওয়েব ডেস্ক: মুম্বইতে (Mumbai) একবার আরও বিতর্কের জন্ম দিল প্রাণী অধিকার সংস্থা PETA ইন্ডিয়া। সংস্থাটি মাংসভক্ষণের বিরুদ্ধে সচেতনতা তৈরির উদ্দেশ্যে শহরের বিভিন্ন এলাকায় পায়রার মুখোশ পরে জনসভা ও প্রতিবাদী কর্মসূচি চালায়। এ কর্মসূচির মাধ্যমে তারা মানুষের কাছে পাখিদের প্রতি দয়াশীল মনোভাব প্রচার করার চেষ্টা করে।

তবে এই প্রতিবাদই বিতর্কের জন্ম দেয়। কেউ বলেন, এটি প্ররোচনামূলক এবং সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করেছে। আবার অনেকে প্রশংসা করেছেন, বলেন এটি প্রাণী অধিকার নিয়ে সচেতনতা তৈরি করার সাহসী প্রচেষ্টা। স্থানীয় কর্তৃপক্ষও সতর্কতা অবলম্বন করে নিশ্চিত করেছে যে কোনো জনদূর্ভোগ না ঘটে।

আরও পড়ুন: ট্রেনের ভয়াবহ ছবি! এঁটো ফয়েল ধুয়ে তাতেই ফের দেওয়া হচ্ছে খাবার!

PETA ইন্ডিয়া প্রতিরোধের পক্ষে জানিয়েছে, মুখোশের ব্যবহার কেবল প্রতীকী এবং উদ্দেশ্য হলো মানুষকে পাখিদের জীবন ও দায়িত্বশীল খাদ্যাভ্যাস সম্পর্কে ভাবতে উদ্বুদ্ধ করা।

সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে, কেউ সমর্থন করছেন সৃজনশীল প্রতিবাদের জন্য, কেউ প্রশ্ন তুলছেন জনজীবনের স্বাচ্ছন্দ্যের ওপর প্রভাব নিয়ে। PETA তাদের সচেতনতা মূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News