Thursday, October 23, 2025
HomeBig newsভাইফোঁটায় বাজারে আগুন, কোন জিনিসের কত দাম? জেনে নিন
Bhaiphota Market

ভাইফোঁটায় বাজারে আগুন, কোন জিনিসের কত দাম? জেনে নিন

বাজারে নজরকাড়া ভিড়, মুখে চওড়া হাসি বিক্রেতাদের

ওয়েবডেস্ক- ভাইফোঁটার বাজারে (BhiPhota Market) নজরকাড়া ভিড়। ফলমূল (Fruits) থেকে সবজি (Vegetables) কিনতে ব্যস্ত ক্রেতারা (Buyer) । ভাইদের রেঁধে খাওয়াতে জোরকদমে কেনাকাটা চলছে। ব্যবসায়ীরাও (Seller) ক্রেতাদের মন যোগাতে মনের মতো সামগ্রী নিয়ে বসেছেন বাজারে। ক্রেতা থেকে বিক্রেতা সকলের ব্যস্ততাই আজ লক্ষণীয়। কলকাতা সল্টলেক, কাঁকুরগাছি, গড়িয়া, গড়িয়াহাট, যাদবপুর, বেহালা সর্বত্রই বাজারে ব্যস্ততা আজ চোখে পড়ার মতো।

শহরজুড়ে মিষ্টি–শুকনো ফল বিক্রির ধুম, গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি। উত্তর–দক্ষিণ কলকাতার নামী দোকানে ‘স্টক আউট’। সন্দেশ–লাড্ডু–কাজু–কাটলি–মিক্সড হ্যাম্পারের চাহিদা তুঙ্গে। ভিড় সামলাতে বিশেষ কাউন্টার—লাইন ম্যানেজমেন্ট।

আরও পড়ুন- ভাইফোঁটায় বৃষ্টি হবে? আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া পালটে যাবে

এই মুহূর্তের বাজার দর-

সবজি

আলু নতুন – ৪০ টাকা কিলো

পেঁয়াজ – ৩০ টাকা কিলো

বেগুন – ৮০-১০০ টাকা কিলো

পটল – ৫০-৬০ টাকা কিলো

ফুলকপি – ৩০-৮০ টাকা পিস

বাধাকপি – ৫০ টাকা কিলো

ভেন্ডি – ৬০ টাকা কিলো

টমেটো – ৫০ টাকা কিলো

ঝিঙ্গা – ৫০-৬০ টাকা কিলো

ফল

আপেল – ১২০ টাকা কিলো

কলা – ৬০ টাকা কিলো

শশা – ৬০ টাকা কিলো

পেয়ারা – ৮০ টাকা কিলো

বাতাবি – ৩০ টাকা পিস

মৌসম্বি – ১০ টাকা পিস

তরমুজ – ৪০ টাকা কিলো

নাশপাতি – ১২০ টাকা কিলো

খাসির মাংস – ৯০০ টাকা কিলো

মুরগির মাংস – ২২০ টাকা কিলো

ইলিশ মাছ – ২০০০ টাকা কিলো

কাতলা মাছ – ৪০০ টাকা কিলো

পাবদা – ৫০০ টাকা কিলো

ভেটকি – ৭০০ টাকা কিলো

বাগদা চিংড়ি – ৮০০ টাকা কিলো

গলদা চিংড়ি – ১৪০০ টাকা কিলো

পমফ্রেট – ৭০০ টাকা কিলো

দেখুন ভিডিও-

Read More

Latest News