Wednesday, November 5, 2025
HomeScrollবিজেপিকে শূন্যয় নামাতে টার্গেট অভিষেকের
Abhishek Banerjee

বিজেপিকে শূন্যয় নামাতে টার্গেট অভিষেকের

আগামী দুমাসের মধ্যে দিল্লিতে গিয়েও মিছিল করার ক্ষমতা রাখে তৃণমূল

ওয়েবডেস্ক- আজ থেকে বাংলায় শুরু এসআইআর (SIR) প্রক্রিয়া। অর্থাৎ বাড়ি বাড়ি এমানুরেশন ফর্ম (Emanation formদেওয়ার কাজ শুরু বিএলও’ দের (BLO)। আর এই দিন কেন্দ্রের বিজেপি সরকার (Bjp Government) ও নির্বাচন কমিশনারকে (Election Commissioner)  চ্যালেঞ্জ জানিয়ে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Bnerjee) ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee। এসআইআর নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ধর্মতলায় আম্বেদকরের মূর্তির সামন্তে থেকে জোঁড়াসাঁকো পর্যন্ত রাজপথ আজ গর্জে উঠল।

২০২৬ এর বাংলায় বিধানসভা নির্বাচনের (2026 West Benagl Assemble Election) আগে আজ কলকাতার রাজপথ থেকে ফের গর্জে উঠল বিজেপি হটাওয়ের ডাক। এদিন অভিষেক বিজেপি সরকারকে নিশানা করে বলেন, বাংলার প্রতি লাঞ্ছনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আগামী দিনে যদি আমাদের প্রাণ দিতে হয় আমরা আবার প্রাণ দিতে রাজি আছি। বিজেপিকে বলব আমরা দিল্লিতে কি করতে পারি। এটা অল্প সময়ের আন্দোলন। আমরা কেন্দ্রের কাছে মাথানত করব না।

এইদিন অভিষেক বলেন, সাতজন আত্মহত্যা করেছে, তাদের ভোটার তালিকায় নাম ছিল। যাকে তাঁকে বাংলাদেশি বলে দেগে দেওয়া যায় না। এই সাতজন প্রাণ দিয়েছে। তাদের নাম ছিল, ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে। আগামী দিনে আমরা দিল্লি যাব, ফের হুঙ্কার অভিষেকের।

আরও পড়ুন-  সংবিধান হাতে SIR প্রতিবাদ মিছিলে হাঁটছেন মমতা

অভিষেক বলেন, আজকের এই লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই, তাড়ানোর লড়াই। আজ ঠাকুর বাড়ির এলাকায় দাড়িয়ে বলে যাচ্ছি, যাঁরা প্রকল্পের টাকা আটকে রেখেছে তাদের লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর নয়, বিজেপিকে তাড়ানোর লড়াই। এদিন অভিষেক প্রশ্ন তোলেন, লালকৃষ্ণ আডবানী তো করাচিতে জন্মেছিলেন তাহলে তিনি ভোট দিতে পারবেন না?কোনও মতুয়া বা রাজবংশী ভাইকে বাংলাদেশি আখ্যা দেশ থেকে তাড়াতে দেব না।

কেন্দ্রকে নিশানা করে একের পর সুর চড়িয়ে অভিষেক বলেন, দিল্লির কাছে মাথা নত করবা। এদিন অভিষেক বলেন, এসআইআর ঘোষণার পর আমরা যে সহ নাগরিকদের হারালাম তাদের শ্রদ্ধা জানাই। দুদিনের ব্যবধানে যদি আমরা এত বড় মিছিল করতে পারি, তাহলে আগামী দুমাসের মধ্যে দিল্লিতে গিয়েও আমরা মিছিল করার ক্ষমতা রাখে তৃণমূল। আমাদের ধমকে চমকে কোনও লাভ হবে না।

দেখুন আরও খবর-

Read More

Latest News