ওয়েবডেস্ক- আমরা কাজ করে দিয়েছি, এখন বল সেন্টারের কাছে। ‘ক্রিমি লেয়ার’ (Creamy layer) ইস্যুতে কেন্দ্রের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধানবিচারপতি বি আর গাভাই (Retired Chief Justice of the Supreme Court B. R. Gavai)। কাস্ট–বেসড রিজার্ভেশনে (Caste-based reservation) ক্রিমি লেয়ার নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তার পর বিচারপতি বি. আর. গাভাইয়ের স্পষ্ট বার্তা – “এখন পরের পদক্ষেপ নেবে সংসদ ও সরকার।
OBC–রেজার্ভেশন–নীতি নিয়ে জাতীয় স্তরে নতুন বিতর্ক।
প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জানিয়েছে, তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST)-দের জন্য সংরক্ষণ ব্যবস্থা থেকে ‘ক্রিমি লেয়ার’ বা আর্থিকভাবে সচ্ছল ও উন্নত অংশকে বাদ দেওয়া উচিত। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, এটি এমন একটি পদক্ষেপ যা SC/ST-দের মধ্যে পিছিয়ে পড়া বা প্রান্তিক অংশকে সংরক্ষণের সুবিধা পেতে সাহায্য করবে। এই আইন প্রণয়নের জন্য সরকারে দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে শীর্ষ আদালত। এই রায়টি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ এটি অতীতে প্রদত্ত ‘ইভি চিন্নাইয়া’ রায়ের বিরুদ্ধে যায়, যা তফসিলি জাতিদের মধ্যে উপ-শ্রেণীবিভাগকে (sub-classification) নিষিদ্ধ করে।
আরও পড়ুন- দেশের ৫৩ প্রধান বিচারপতি হলেন সূর্যকান্ত, জানেন তাঁর পরিচয়?
আদালত মনে করেছে ক্রিমি লেয়ার এই ধারণা সমাজে পিছিয়ে থাকা তফশিলি জাতি উপজাতিদের মধ্যে থাকা ‘ক্রিমি লেয়ার’ বা আর্থিকভাবে সচ্ছল অংশকে সংরক্ষণ থেকে বাদ দেওয়া উচিত। সেই সঙ্গে আদালত মনে করছে, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে আইন সভা ও কেন্দ্র সরকারে।
দেখুন আরও খবর-







