কলকাতা: উইন্ডোজের (Windows Productions) ২৫ বছর উপলক্ষে দারুণ কিছু ঘটতে চলেছে। তাঁরা এবছর নানা চমক নিয়ে আসছেন। ২৫ বছরের সাফল্য উদযাপন করে উইন্ডোজ প্রোডাকশন ঘোষণা করল দুটি নতুন ছবি। রহস্য-নাট্য ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’
(Bohurupi: The Golden Daku 2026)। নন্দিতা-শিবপ্রসাদের এই ঘোষণা ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। সেই আবেগঘন উদ্যাপনের মাঝেই হঠাৎ নতুন করে আলোয় উঠে এল এক নাম—যীশু সেনগুপ্ত।
বাংলা চলচ্চিত্র জগতে ২৫ বছরের সাফল্য উদযাপন করছে উইন্ডোজ প্রোডাকশন। এই বিশেষ মুহূর্তে প্রযোজক-পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় ঘোষণা করলেন তাঁদের নতুন ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। একই সঙ্গে ফিরছে তাঁদের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বহুরূপী’-র নতুন অধ্যায় ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ একটি রহস্য-নাট্যধর্মী ছবি, যেখানে আবেগ ও সাসপেন্সের মিশেলে তৈরি হয়েছে এক জটিল গল্প। ছবির অভিনয়তালিকায় রয়েছেন সহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই। সংগীত পরিচালনায় রয়েছেন জয় সরকার এবং গানে কলম ধরেছেন শ্রীজাত যা ছবির আবেগকে আরও গভীরতা দেবে।
আরও পড়ুন: তারকাদের ট্রোলিং, সাইবার ক্রাইমে সৃজিত-যিশু-পরমরা
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘বহুরূপী’ বাংলা সিনেমার সাম্প্রতিক ইতিহাসে অন্যতম চর্চিত, প্রশংসিত এবং ব্যবসা করা ছবি। সেই ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায়ের অভিনয় এবং জুটি দারুণ ভাবে নজর কেড়েছিল। এবার সেই ছবিটির সিক্যুয়েল আসতে চলেছে। ‘বহুরূপী’-র প্রথম পর্ব বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছিল। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এবার ফিরছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। নতুন ছবি ঘিরে নিশ্চিত খবরের মধ্যেই যে গুঞ্জন আচমকা টলিপাড়ায় ঝড় তুলেছে, তা হল—এই ছবিতে নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে যীশু সেনগুপ্তকে। আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও, এই সম্ভাবনাই যথেষ্ট—প্রশ্ন উঠছে, তবে কি তিনিই ‘গোল্ডেন ডাকু’? সেই দিনক্ষণ এখনই ঘোষণা করা হয়নি। দর্শক অনুমান করছে হয়তো পুজোর সময়ই মুক্তি পাবে এই ছবি। অভিনয় কারা থাকবেন সেটাও এখনও স্পষ্ট নয়।







