Thursday, January 15, 2026
HomeScrollগঙ্গাসাগর মেলার উদ্বোধনে মমতা
Mamata Banerjee

গঙ্গাসাগর মেলার উদ্বোধনে মমতা

অনুষ্ঠান সেরে বিধাননগরে ফিরবেন মুখ্যমন্ত্রী

কলকাতা: গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela 2026) শুভ উদ্বোধন ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে আউট্রাম ঘাটের ট্রানজিট পয়েন্টে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালেই সেখানে হাজির হন তিনি। আউট্রাম ঘাট থেকেই গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। মেলা উপলক্ষে পুণ্যার্থীদের জন্য বিভিন্ন পরিষেবা ব্যবস্থার উদ্বোধনও করা হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বিধাননগরে ফিরে যাবেন বলে জানা গিয়েছে।

মকর সংক্রান্তি উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ এই ধর্মীয় মেলাকে কেন্দ্র করে পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকারের তরফে নেওয়া একাধিক পরিষেবা ব্যবস্থার উদ্বোধন করা হয়। নিরাপদ যাতায়াত, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, শৌচালয়, আলো ও নিরাপত্তা—সব দিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের মাধ্যমে পুণ্যার্থীদের জন্য প্রস্তুত বিভিন্ন পরিষেবা ব্যবস্থার শুভারম্ভ করেন।

আরও পড়ুন: সল্টলেকে আইপ্যাকের অফিসে মুখ্যমন্ত্রী

আউট্রাম ঘাটের ট্রানজিট পয়েন্ট থেকেই সাগরদ্বীপমুখী বিপুল তীর্থযাত্রীদের যাত্রা শুরু হয়। ফলে এই স্থান থেকেই উদ্বোধন কর্মসূচি করা হয় বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য, লক্ষ লক্ষ পুণ্যার্থীর নির্বিঘ্ন যাতায়াত ও নিরাপদ পুণ্যস্নান নিশ্চিত করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক, পুলিশ ও মেলা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আধিকারিকরা। মুখ্যমন্ত্রী পরিষেবা ব্যবস্থার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন বলেও জানা গিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বিধাননগরে ফিরে যাবেন বলে নবান্ন সূত্রে খবর। উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে রাজ্য সরকার ও প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

Read More

Latest News