ওয়েবডেস্ক- ‘জি রাম জি’ বিলে (G RamG Bill) অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু (President Draupadi Murmu) । আইনে পরিণত হল এই বিল। বহু বিতর্ক, বিরোধিতা কিছুই আটকাতে পারল না, এই বিলকে। এই বিল অনুমোদনের মধ্যে দিয়ে মহাত্মা গান্ধীর মনরেগার অস্তিস্ত সম্পূর্ণ মুছে গেল। লোকসভা ও রাজ্যসভায় এই বিলটি পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদের অপেক্ষায় ছিল, এবার সেই বিলের অনুমোদন দিলেন রাষ্ট্রপতি মুর্মু। শুরু থেকেই এই বিলের প্রতিবাদে মুখর ছিল বিরোধী শিবির। যদিও তাদের সে আপত্তি আর টিকল না।
বিকশিত ভারত জি রাম জি বিল দুই দশকের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন মনরেগার আইনের জায়গায় এল এই বিল। নয়া আইনের লক্ষ্য হল প্রতিটি গ্রামীণ পরিবারের জন্য একটি আর্থিক বছরে ১২৫ দিনের মজুরি কর্মসংস্থানের একটি আইনগত গ্যারান্টি প্রদান করা।
আরও পড়ুন- লোকসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গেল G Ram G বিল
১৮ ডিসেম্বর লোকসভায় (LokSabha) পাস হল ‘জি রাম জি’ বিল (G Ram G Bill)। ধ্বনি ভোটে এদিন এই বিল পাস হয়। মনরেগা (MGNREGA) প্রকল্পের নাম বদলের বিরুদ্ধে সরব হন বিরোধীরা। মনরেগা প্রকল্পে ১০০ দিনের কাজের পরিবর্তে এবার ‘জি রাম জি’ বিলে কর্মসংস্থান নিশ্চিত করতে ১২৫ দিনের কাজ। তবে এই বিল এবার থেকে আর শুধু কেন্দ্রের দায়িত্বে থাকবে না, এর ব্যয়ভার বহন করতে হবে রাজ্যকেও। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিলটি বিবেচনা এবং পাসের জন্য পেশ করেন।
দেখুন আরও খবর-







