HomeScroll'রোদের নিশানা'য় সোহিনী

‘রোদের নিশানা’য় সোহিনী

কলকাতা: বসন্তের মিঠে রোদ হোক বৈশাখের তপ্ত দিনে অল সিজনে ট্রেন্ডি সোহিনী সরকার (Sohini Sarkar)। বোহেমিয়া স্টাইলেই বেশি ধরা দেন তিনি। তবে এবার একদম ক্যাসুয়াল লুকে ইনস্টাগ্রামের পর্দায় ধরা দিলেন অভিনেত্রী। তাঁর সেই মোহময়ী লুকে কুপোকাত সকলে।

পশ্চিমী পোশাকে সোহিনী যেমন তাক লাগান, তেমনই শাড়িতেও তাঁর নজরকাড়া লুক দেখে চোখের পলক সরাতে পারেন না আট থেকে আশির অনুগামীরা। তবে বেশিভাগ সময় বোহো লুকে ধরা দেন সোহিনী সরকার। তার একদিকে তার সৌন্দর্য অন্যদিকে তার মন ভোলানো হাসি পুরুষ হৃদয়ে ঝড় তোলেন। তবে এবার বৈশাখের তপ্ত দুপুরে একেবারে ক্যসুয়াল লুকে ধরা দিলেন অভিনেত্রী। সাদা মিডি ড্রেসে একটু বোহেমিয়ার ছোঁয়া রেখে খোলা ময়দানে বসে অভিনেত্রী।সাজে নেই বারবারন্ত। মায়াবী চোখের মায়ায় মন হারালেন নেটবাসী। একদম নো মেকাপ লুকে রোদ গায়ে মেখে ফটোশ্যুট করলেন। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘রোদের নিশানা’।

 

View this post on Instagram

 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)

আরও পড়ুন:  পরনে দুধ সাদা শাড়ি-নেটের ব্লাউজ, বোল্ড অবতারে মিমি

অন্য খবর দেখুন

مقالات ذات صلة

Latest News