কলকাতা: ২০১৬-এর প্যানেলে ২৫ হাজার ৭৫৩ চাকরি বাতিল। হাইকোর্টের নির্দেশই বহাল রইল সুপ্রিমকোর্টে। যারা দুর্নীতি করেননি, তারা নতুন ভাবে আবেদন করতে পারবেন। সিবিআই তদন্ত বহাল থাকবে। সরকারি চাকরির অন্যান্য বিভাগে থাকা ব্যক্তিরা তিন মাসের মধ্যে স্থানান্তরের আবেদন করতে পারবেন। অর্থাৎ, সরকারের অন্য দফতরে কর্মরত বেশ কয়েকজন কর্মী এসএসসি চাকরির আবেদন করেছিলেন। তাদের অনেকের নামও উঠেছে তালিকায়। তাঁদেরও চাকরি যাবে। তাঁরা সেক্ষেত্রে নিজেদের পুরোনো দফতরে ফেরার সুযোগ পাবেন।
আরও পড়ুন: রায় মেনে নিতে পারছি না: মমতা
হাইকোর্টের এই রায়ে না-খুশ মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে এ নিয়ে একাধিক ঘোষণা করেন মমতা। পাশপাশি, কটাক্ষ করেন বিজেপিকেও। জানান, বিজেপির টার্গেট বাংলার শিক্ষাব্যবস্থা। বাংলাকে আর কত হেনস্থা করবে বিজেপি প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে জানান, সরকারের আইনজীবীরাও বিষয়টি খতিয়ে দেখছেন।
এদিনের সভা থেকেও ওয়াকফ নিয়ে কটাক্ষ ছোড়েন মমতা। এদিন সাংবাদিক বৈঠকে বলেন, ‘দেশকে ভাগ করার জন্য ইচ্ছাকৃত ভাবে ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছিল। বিজেপিকে মনে রাখতে হবে, তাদের সরকারও এক সময় চলে যাবে। অন্য সরকার আসবে। তখন, লোকসভা ও রাজ্যসভায় আরেকটা সংশোধনী পাশ হয়ে যাবে।’
দেখুন আরও খবর: